সোহিনী সরকার।
পুজোয় মুক্তি পাচ্ছে সোহিনীর নতুন ছবি, ‘ব্যোমকেশ গোত্র’। সঙ্গে রয়েছে ভূমিকন্যা। একের পর এক শট। চলছে শুটিং। চরম ব্যস্ততার মাঝেই জিজ্ঞাসা করা গেল, এ বারের পুজোটা কেমন ভাবে কাটাবেন?
ভূমিকন্যার তড়িতা জানালেন, চতুর্থী আর পঞ্চমীর দিন বেশ কিছু পুজো উদ্বোধন রয়েছে। তারপর শুটিং তো আছেই। পুজোয় নতুন ছবি ‘ব্যোমকেশ গোত্র’ মুক্তি পাচ্ছে। অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ ঘরানার ছবিতে সোহিনী রয়েছেন সত্যবতীর ভূমিকায়। প্রথমেই বললেন, “পুজো বলতেই নস্টালজিয়া। ছোটবেলার কথা মনে পড়ে খুব।”
তাই বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা মিস করবেন না সুযোগ পেলেই। আর বিশেষ মানুষের সঙ্গে সময় কাটানো।
পুজোতেও এমন সনাতনী সাজে নিজেকে দেখতে চান সোহিনী।
আরও পড়ুন: অষ্টমীতে কার থেকে ইচ্ছামতো শাড়ি বেছে নেবে ‘বকুল’
বিশেষ মানুষ বলতে সোহিনী র মা।
প্যান্ডেল হপিং কেমন লাগে?
"ছোটবেলার মন টা তো আর নেই। মনটাই তো বদলে গেছে", এমনটাই জানালেন আনন্দবাজার কে। তার পর বললেন, “প্যান্ডেল বলতে, এখন তো উদ্বোধনের দৌলতে ‘ভাল ভাল ঠাকুর’ দেখা হয়। সেটা তিনি বেশ উপভোগ করেন।
তবে পাড়ার পুজোয় বন্ধুদের সঙ্গে বসে স্রেফ আড্ডা মারাও বেশ পছন্দ করেন।
আরও পড়ুন: কার সঙ্গে পুজোয় প্যান্ডেলে ঘুরবেন ভানুমতী?
এবার আর কোনও প্ল্যান নেই?
সোহিনী বললেন, “একেবারে অন্যরকম পুজো কাটাতে যাচ্ছি। এখনও বন্ধুরাও কেউ জানেনা।”
অন্যরকম মানে?
‘শহর থেকে একেবারে দূরে বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী। বীরভূমের একটা গ্রামের পুজো দেখবেন মাকে নিয়ে। থাকবেন এক-দুদিন।
আসলে সোহিনী যার সঙ্গে ১৪ বছর কাটিয়েছেন, ওঁর সেই প্রিয় পোষ্য কুকুরটি আর নেই। সে মারা গিয়েছে।
“মাকে কিছুতেই একা ছাড়তে পারব না জানো এ বছর। তাই গ্রামের পুজোর প্ল্যান।”
“আমার ঝিংকাই আর নেই।”
পুজোর সময় ওকে মনে পড়ে, খুব। তাই মাকে নিয়ে ভূমিকন্যা এবার লালমাটির সরানে।
পুজোর যে এত প্ল্যান, কী পোশাক পরবেন তিনি?
সনাতনী ঘরানার পরতে ভালোবাসেন, তাই আর অন্য কিছু ভাবছেনই না ‘দু্র্গা সহায়’ নায়িকা। একটা লাল পাড় ঢাকাই হয়েছে। একটা কাঞ্জিভরম। আরও বেশ কয়েকটা পোশাকও রয়েছে। বাকিটা সারপ্রাইজই রাখতে চাইলেন মিস সরকার!
সব শেষে রুপোলি পর্দার মেধাবী অভিনেত্রী আনন্দবাজারের পাঠকদের পুজোর শুভেচ্ছা জানাতেও ভোলেননি।
ছবি সৌজন্য: অভিনেত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy