Advertisement
Celebrity Durga Puja Celebration

মায়ের শাড়িতে সেজে মাকে মনে পড়ছে স্বস্তিকার…

মাকে হারিয়েছেন স্বস্তিকা। এখন সংসারের দায়িত্ব তাঁরই।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৩:০০
Share: Save:

রং, আলো, খুশি— পুজো মানেই যেন এই তিনের সমাহার। সেলেবরাও ব্যতিক্রম নন। চুটিয়ে আনন্দ করতে তৈরি সকলেই। কিন্তু তার মধ্যেও স্বস্তিকা মুখোপাধ্যায়ের পুজোতে কোথাও লেগে রয়েছে বিষাদের ছোঁয়া।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। ঢাকাই শাড়ি, শাঁখা-পলা, লাল টিপ, জুঁইয়ের মালায় একেবারে পুজোর সাজ। মন খারাপের কারণও ওই ছবিতেই স্পষ্ট করেছেন তিনি।

স্বস্তিকা লিখেছেন, ‘সবই মায়ের… শাড়ি, অ্যাকসেসেরিজ। আমিও মায়েরই। আমার অস্তিত্বও মায়ের জন্যই। আমাকে ভাল থাকতেও শিখিয়েছে মা। শুভ পুজো মা। তুমি যেখানেই থাক, আমাকে মনে পড়বে তোমার। আজ তো বটেই। প্রতিদিনই…।’

আরও পড়ুন: আবির রজতাভ গান ছাড়াও আর কী করলেন?​

মাকে হারিয়েছেন স্বস্তিকা। এখন সংসারের দায়িত্ব তাঁরই। মায়ের পাতা ঘটে পুজোও করেন তিনি। মা যেমন হুজুগ করে সকলকে নিয়ে বেরিয়ে পড়তেন, সে সব দিন মিস করেন। তাই শত আনন্দের মাঝেও বিষাদের সুর স্বস্তিকার পুজো ঘিরে।

everything belongs to Maa, from the saree to the accessories. I also belong to her. my entity my existence my being...she taught me well...happy pujo Maa, wherever you are, remember me, today and always.

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE