Advertisement
Celebrity Durga Puja Celebration

‘‘মণ্ডপে নয়, পুজোয় রাতের কলকাতা বেশি পছন্দ,’’ বললেন ঋদ্ধি

‘হেলিকপ্টার ইলা’র তারকা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। পুজোর প্ল্যান নিয়ে কথা বললেন রোশনি কুহু চক্রবর্তীর সঙ্গে।

ঋদ্ধি সেন।

ঋদ্ধি সেন।

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১৫:৪৪
Share: Save:

পুজোয় মুক্তি পাচ্ছে নতুন ছবি। এতদিন ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচার সেরে, মুম্বই থেকে কলকাতায় তিনি। প্রতিবার বাবা-মায়ের সঙ্গে বাইরে বেড়াতে চলে যান। তবে এবার অন্যরকম। ছোটবেলা থেকে পুজোয় সিনেমা দেখতেন। এবার নিজের ছবিও মুক্তি পাচ্ছে দুর্গা পুজোর সময়। স্বভাবতই বেশ অন্যরকম লাগছে, বললেন ঋদ্ধি।

কাজলের সঙ্গে পুজো নিয়ে প্রচুর আড্ডা হয়েছে ঋদ্ধির। এক সঙ্গে কাজের সূত্রে মুখোপাধ্যায় বাড়ির পুজোতে আমন্ত্রিত তিনি। তবে থাকতে পারছেন না মুম্বইয়ে। কলকাতাতেই থাকবেন। পুজো নিয়ে কাজল কী বললেন ঋদ্ধিকে?

ঋদ্ধি জানালেন, ‘‘কাজল পুজোয় আলুভাজা পরিবেশন করতেন, আর খেয়েও নিতেন মাঝে মাঝে। এটা জেনে বেশ মজা পেয়েছি।’’

পুজোয় কী করছেন ঋদ্ধি?

বাবা মা, বন্ধু আর গার্লফ্রেন্ডের সঙ্গেই সময় কাটাবেন পুজোয়।তবে ‘‘ঠাকুর দেখা হয় না তেমন। খুব একটা ইন্টারেস্টেড নই। বরং বালিগঞ্জের একটা দোকানে রাতে আইস্ক্রিম খেতে যাব।’’

একটাও প্যান্ডেলে যাবেন না ঋদ্ধি?

‘‘হ্যাঁ, একডালিয়া এভারগ্রিন যাব। সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র। তাই ওই এলাকার প্রতি ভালোবাসা রয়েছে।’’

পুজোর সময় নিজের ছবির প্রচার ছাড়াও আরও ছবি মুক্তি পাচ্ছে। বিশেষ করে ঋদ্ধির প্রিয় বন্ধু ঋতব্রত মুখোপাধ্যায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কিশোর কুমার জুনিয়র’ ছবিতে। দু’জনেই দু’জনের সিনেমা দেখবেন একসঙ্গে, খাওয়াদাওয়া করবেন বাইরে কোথাও, এমনটাই প্ল্যান।

আর বান্ধবীর সঙ্গেই হয়ত রাতের কলকাতা দেখা হবে। ‘‘রাতের ঠাকুর দেখা নয়, রাতের কলকাতাই পছ্ন্দ’’, বললেন ঋদ্ধি। পুজোর সময় রাতের কলকাতা একেবারে ‘‘অন্যরকম মোহময়ী’’ লাগে। আর সেটাই ঋদ্ধিকে খুব টানে।

ছবির প্রচারে কাজলের সঙ্গে ঋদ্ধি।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম পুজো শুভশ্রীর, সঙ্গী...​

আরও পড়ুন: চোখের কাজল নিয়ে প্রসেনজিতের কপালে ছুঁইয়ে দিলেন অপরাজিতা!​

প্রতিবারের মতো এবারের পুজোতেও বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। ঋদ্ধি চান, সবকটি ছবিই দেখে ফেলতে।

পুজোয় কী পোশাক পরবেন ঋদ্ধি?

এত সেজেগুজে ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচার করেছেন, তাই মা রেশমী সেনকে বলেই দিয়েছেন, ঢিলেঢালা পোশাক পরবেন। পাঞ্জাবি একেবারেই না। হালকা কোনও জামা আর ঢিলেঢালা প্যান্ট। সবশেষে আনন্দবাজারের পাঠকদের পুজোর শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

ছবি সৌজন্য: অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE