Durga Puja 2018: Puja celebration at Lokhandwala dgtl
লোখন্ডবালায় দশমীতে সিঁদুর খেলা, দেখুন ভিডিয়ো
সিঁদুরের ডালা নিয়ে দেবীকে বরণ। তারপর একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠা। প্রতি বছরের মতো এ বছরও মুম্বইের বাঙালিরা রীতি মেনে সিঁদুর খেললেন।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১১:৩০
দশমীতে সিঁদুর খেলা।
সিঁদুরের ডালা নিয়ে দেবীকে বরণ। তারপর একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠা। প্রতি বছরের মতো এ বছরও মুম্বইের বাঙালিরা রীতি মেনে সিঁদুর খেললেন।
মুম্বইয়ের লোখন্ডবালা। গায়ক অভিজিতের পুজো নামেই পরিচিত এই পুজো। ষষ্ঠী থেকেই ঢাকে কাঠি পড়েছিল এখানে। ষষ্ঠীতে দেবীর বোধন থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছিল সাজগোছও। ক’দিন খুব হুল্লোড়ের পড়ে শুক্রবার দশমী চলে আসে। অর্থাৎ দেবীকে বিদায় জানানোর পালা। তবে লোখন্ডবালার পুজো মণ্ডপে সেই বিষাদের সুরের মাঝেও যেন বয়ে গেল খুশির হাওয়া।
লোখন্ডবালা দুর্গোৎসব কমিটির তরফে বিসর্জনের আগে দেবী বরণে সিঁদুর খেলায় মগ্ন হলেন কমিটির মহিলা সদস্যেরা।