Advertisement
Celebrity Durga Puja Celebration

পুজোয় ইমন কিসের আবদার করলেন বয়ফ্রেন্ড শোভনের কাছে?

‘‘পুজোর সময় প্রবাসী বাঙালিদের গান শোনাতে দারুণ লাগে।’’

—নিজস্ব চিত্র.

—নিজস্ব চিত্র.

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ১৪:২১
Share: Save:

‘‘দুর্গাপুজো এলেই ছোটবেলার অনেক স্মৃতি মনের মধ্যে ঘুরেফিরে আসে। পাড়া, প্যান্ডেল, পাড়ার দাদাদের ধরে আইসক্রিম বা ফুচকা খাওয়া...’’ শোভনের পরিচালনায়, পুজোর গানের রেকর্ডিং করতে করতে বললেন ইমন চক্রবর্তী।

কার সঙ্গে পুজো কাটাবেন তিনি?

‘‘শোভন এ বার গানের জন্য আমেরিকায়। আমিও অনুষ্ঠানে আমেরিকায়। কিন্তু কারও সঙ্গে কারও দেখা হবে না।’’ বললেন ইমন।

কী বলছেন ইমন? দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: দুর্গাপুজো মানেই তো আমার আর পঞ্চমের হিট গান: আশা ভোঁসলে​

আরও পড়ুন: ‘রানি রাসমণি’ সেজে পুজোয় শো করব, নতুন জামা কখন পরব বলুন?​

পুজোর গিফ্টের বিষয়টাও তাই আমেরিকা থেকে আসবে। ‘‘শোভন বলেছে ওখান থেকে ব্র্যান্ডেড জ্যাকেট আনতে, আমি বলেছি ঘড়ি,’’ এই বিনিময়েই পুজোর উপহারের পালা শেষ করলেন ইমন। পন্ডিত বিক্রম ঘোষের সঙ্গে সম্প্রতি একটি ইউটিউব প্রজেক্টে কাজ করেছেন ইমন।

এ বার পুজোয় তিনি আমেরিকার নানা শহরে। ‘‘আসলে পুজোর সময় প্রবাসী বাঙালিদের গান শোনাতে দারুণ লাগে। ওঁদের একটা অন্য রকম পরিসর। ওঁরা আমাদের মতো শিল্পীদের মধ্যে দিয়েই কলকাতার পুজোর গন্ধটা নেন।’’ বলছিলেন ইমন। চার বছর পর আবার নিজের গানের অ্যালবাম করছেন তিনি পুজোতে। যার নাম ঠিক না হলেও প্রথম গান ‘বসন্ত বাতাসে’।

‘‘অনেক খেলা হত পুজোতে, জানেন, আমাদের পাড়ায় যেখানে প্যান্ডেল হত প্রচুর গাছ ছিল। আমরা পুজোর সময় লুকোচুরি খেলতাম। কিতকিত খেলতাম...,’’ স্মৃতির ঘরে বাষ্পে ভাসলেন ইমন।

ভিডিয়ো: অজয় রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE