বছর ঘুরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাজির। বৃষ্টি-রোদের লুকোচুরির মধ্যেই ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু হয়ে গিয়েছে। চলছে জমিয়ে ভূরিভোজও। ‘পুজো পুজো’ আবহেই এ বারের পুজোয় কী পরিকল্পনা রয়েছে সেটাই আনন্দবাজার ডট কমের সঙ্গে ভাগ করে নিলেন গায়িকা জোজো মুখোপাধ্যায়।
আরও পড়ুন:
গানই যাঁর ধ্যান-জ্ঞান, সেই মানুষটার পুজোর পরিকল্পনাতেও যে তার ছোঁয়া থাকবে সে তো জানা কথাই! তাই পুজোর পরিকল্পনা জানতে চাইলে জোজো জানান, “আমার পুজোর পরিকল্পনা একটাই, গান গাওয়া, মানুষকে আনন্দ দেওয়া।” এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’-এর উদ্যোগে এই বছরের টাইমস স্কোয়ারের দুর্গা পুজোর থিম সং, অর্থাৎ ‘দুর্গা এল’ গেয়েছেন গায়িকাই। সেই গানে সুর দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। তিনিও জোজো মুখোপাধ্যায়ের সঙ্গে গেয়েছেন এই গানটি।
জোজো এ দিন জানালেন তিনি বহু বছর পর কলকাতায় পুজো কাটাবেন এ বার। তাই সেটা একটু বেশিই বিশেষ। পরিকল্পনা ভাগ করে বলেন, “এই বছর যেহেতু অনেক বছর পর কলকাতায় আছি, বেশ ভাল লাগছে। অনেকটা সময় আমার ছোটজনের (ছেলে) সঙ্গে কাটাতে পারব। খালি পুজোর মধ্যে এক দিন হায়দরাবাদ যাব। সেখানেও ওকে নিয়ে যাচ্ছি। তাই এই বছরের পুজোটা ওই ‘ক্যালকাটান’ না ‘কলকাতান’ কী একটা বলে, ওই ভাবেই কাটবে।"
আরও পড়ুন:
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।