৩১ অগস্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ঝড় উঠবে, গানের ঝড়। এক সঙ্গে ছয়টি ব্যান্ড পারফর্ম করবে। আর সেই ছয়টি ব্যান্ডের অন্যতম 'ফসিল্স'। 'ব্যান্ড স্টর্ম' শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, প্রায় সাড়ে নয় ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানের আগে আনন্দবাজার ডট কম পৌঁছে গিয়েছিল 'ফসিল্স'-এর সাউন্ড চেকে। মঞ্চে তখন 'কেন করলে এ রকম' গাইছেন রূপম ইসলাম।
সাউন্ড চেকের পর গায়ককে এই শোয়ের বিষয়ে জিজ্ঞেস করা হতেই তিনি বলেন, ''ভাল তো, আমার খুবই ভাল লাগছে। আমি একা করলেও ভাল লাগত, সঙ্গে আরও ৫ জন রয়েছেন, তাতেও ভাল লাগছে, ১৪ জন থাকলেও ভাল লাগত। মানুষের সামনে বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছি, এটার জন্য আমি কৃতজ্ঞ। এ সুযোগ আমি যত বার পাব, তত বারই আমি কৃতজ্ঞ থাকব। সেটা অন্য কেউ সঙ্গে থাকলেও ভাল, একলা থাকলেও ভাল।''
ছয়টি ব্যান্ডের মধ্যে 'হুলিগানিজ়ম' ছাড়া বাকি পাঁচটি ব্যান্ডের গান শুনেই ৯০ দশকের ছেলেমেয়েরা যে বড় হয়ে উঠেছে সেটা বলাই যায়। তাদের সকলকে এক সঙ্গে এক মঞ্চে দেখে কি কোথাও নস্ট্যালজিয়া উসকে যেতে পারে? প্রশ্ন শুনেই রূপম বলেন, ''নস্ট্যালজিয়ায় বিশ্বাস করি না। বর্তমানে বিশ্বাস করি। ব্যান্ড সঙ্গীত আজকের জন্য, আগামীর জন্য। নস্ট্যালজিয়ার জন্য ব্যান্ড সঙ্গীত নয়। 'বিটিলস'-এর সময়ও তাই ছিল, 'ফসিল্স'-এর সময়ও তাই ছিল। আগামীতেও তাই থাকবে।''
এ দিন 'ফসিল্স' ছাড়াও পারফর্ম করবে 'ক্যাকটাস', 'অঞ্জন দত্ত অ্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ড', 'পৃথিবী', 'ফকিরা' এবং 'হুলিগানিজ়ম'।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।