Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৬ ডিসেম্বর ২০২১ ই-পেপার

উৎসবের গ্যালারি

‘গুমনামী’র জন্য ৪৫ ডিগ্রি গরমেও প্রস্থেটিক মেকআপ করেন প্রসেনজিৎ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৬ অক্টোবর ২০১৯ ১৫:০৬
এই পুজোয় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি তৈরি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য ঘিরে।

নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
Advertisement
ছবিতে নেতাজির লুক তৈরি করতে প্রস্থেটিক মেকআপ করতে হয়েছিল ‘বুম্বা’কে। ৪৫ ডিগ্রি গরমে সেই মেকআপ নিয়ে অভিনয় করা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। শুধু তাই নয়, এই ছবির জন্য তাঁকে সাত কেজি ওজন বাড়াতে হয়েছিল।

এই ছবি ঘিরে বেশ আবেগঘন হয়ে পড়েছেন তিনি। অন স্ক্রিন নেতাজির চরিত্রে অভিনয় করতে পেরে তিনি পরিচালক সৃজিতের কাছে কৃতজ্ঞ।
Advertisement
ছেলের কাছে রোল মডেল তিনি। ছেলে তাকে নেতাজির ভূমিকায় স্ক্রিনে  দেখবে সেই ভেবে বেশ উচ্ছাসিত বুম্বাদা।

পুজোর ক’দিন প্রসেনজিৎ বাড়িতে হাফ প্যান্ট পরে একান্তে বসে পুরনো দিনের বাংলা সিনেমা দেখেই কাটাতে পছন্দ করেন। সারা বছর কড়া ডায়েটে থাকলেও পুজোতে মায়ের ভোগ আর নবমীতে মাটনের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে রাজি নন তিনি।

শপিং করতে ভীষণ ভালবাসেন নায়ক। পাঞ্জাবি তাঁর অন্যতম প্রিয় পোশাক। পুজোতে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন কবে পুজোর উপহার তাঁদের হাতে পৌঁছে দেবেন প্রসেনজিৎ। সেই তালিকায় থাকেন অনেক অভিনেতা, অভিনেত্রী ও টিম মেম্বার— সকলেই।

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সিনেমা করেছেন প্রসেনজিৎ। তবুও তাঁর আক্ষেপ: ‘‘ইসস! ‘জলসাঘর’-এর মতো একটাও ছবি করা হল না।’’