Advertisement
Puja Parikrama

Durga Puja 2021: নানা রঙে নানা ভাবনায় পুজোমণ্ডপ, নিরঞ্জনের পরে ফিরে দেখা

শুক্রবার বিজয়া হয়ে গিয়েছে। এ বার ফিরে দেখার পালা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৮:৩০
Share: Save:
০১ ১১
টালা প্রত্যয়ের এ বছরের থিম ‘নির্বাধ’।

টালা প্রত্যয়ের এ বছরের থিম ‘নির্বাধ’।

০২ ১১
শিল্পীর হাতের নিখুঁত নকশায়, লাল-নীল আলোয় সেজে উঠেছিল টালা প্রত্যয়ের মণ্ডপ।

শিল্পীর হাতের নিখুঁত নকশায়, লাল-নীল আলোয় সেজে উঠেছিল টালা প্রত্যয়ের মণ্ডপ।

০৩ ১১
মায়ের মৃন্ময়ী রূপেও ছিল সেই একই ভাবনার প্রতিফলন।

মায়ের মৃন্ময়ী রূপেও ছিল সেই একই ভাবনার প্রতিফলন।

০৪ ১১
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের মণ্ডপে বসেছিল রঙের মেলা।

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের মণ্ডপে বসেছিল রঙের মেলা।

০৫ ১১
রংচঙে মণ্ডপে কৃত্রিম মেঘের সঙ্গে মিলেমিশে শরতের নীল আকাশটাই যেন ঢুকে পড়েছিল মণ্ডপসজ্জারয়।

রংচঙে মণ্ডপে কৃত্রিম মেঘের সঙ্গে মিলেমিশে শরতের নীল আকাশটাই যেন ঢুকে পড়েছিল মণ্ডপসজ্জারয়।

০৬ ১১
বেলগাছিয়ার এই পুজোয় চোখ টেনেছে দর্শকের ছিমছাম সজ্জাও ।

বেলগাছিয়ার এই পুজোয় চোখ টেনেছে দর্শকের ছিমছাম সজ্জাও ।

০৭ ১১
মা দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে পূজিত, তবে হাতে ছিল না কোনও অস্ত্র। বরং, আলতায় রাঙানো হাতে নাচের মু্দ্রা।

মা দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে পূজিত, তবে হাতে ছিল না কোনও অস্ত্র। বরং, আলতায় রাঙানো হাতে নাচের মু্দ্রা।

০৮ ১১
ফড়িয়াপুকুরে নর্থ ত্রিধারায় এ বছর পুজোর ভাবনায় জায়গা করে নিয়েছে ফুটবল।

ফড়িয়াপুকুরে নর্থ ত্রিধারায় এ বছর পুজোর ভাবনায় জায়গা করে নিয়েছে ফুটবল।

০৯ ১১
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ বাঙালির সেই ফুটবল-পাগলামিই উঠে এল মণ্ডপসজ্জায়।

‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ বাঙালির সেই ফুটবল-পাগলামিই উঠে এল মণ্ডপসজ্জায়।

১০ ১১
ভাবনায় বাঙালির ফুটবল-ইতিহাস। সেই ঐতিহ্যকেই শ্রদ্ধাঞ্জলি ফরিয়াপুকুরের এই পুজোয়।

ভাবনায় বাঙালির ফুটবল-ইতিহাস। সেই ঐতিহ্যকেই শ্রদ্ধাঞ্জলি ফরিয়াপুকুরের এই পুজোয়।

১১ ১১
প্রতিমা অবশ্য একেবারে সাবেক সাজে। ছবি: অতনু সাউ।

প্রতিমা অবশ্য একেবারে সাবেক সাজে। ছবি: অতনু সাউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE