পুজো আসছে। আসছে হাজারো কেনাকাটা, সাজগোজ আর ঘোরাঘুরির মরসুম। সকাল থেকে রাত অবধি এ মণ্ডপ থেকে ও মণ্ডপ টইটই, ভিড়ের গরম, আবার কখনও হঠাৎ বৃষ্টি। কেনাকাটা হোক বা ঠাকুর দেখা, এ সময়ে পোশাকে একসঙ্গে চাই আরাম, স্টাইল আর তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সুবিধা। শুধু সুতি নয়, পুজোর ভিড়ে গরমে স্বস্তি দিতে পারে আরও অনেক রকমের কাপড়। চলুন জেনে নেওয়া যাক তাদের খোঁজখবর—