Advertisement
Celebrity Puja Fashion 2023

পুজোয় তারারা কে কেমন আলো ছড়ালেন?

টলিপাড়ার ক'জনের সাজগোজ চমকে দিল আনন্দবাজার অনলাইনকে! কী ভাবে? রইল প্রতিবেদন।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৬:১৬
Share: Save:
০১ ০৮
দেখতে দেখতে পুজো শেষ। সারা বছরের পরিকল্পনা, কেনাকাটার বিপুল আয়জনে সাময়িক দম ফেলার ফুরসত। সামনেই আবার লক্ষ্মীপুজো। দীপাবলি। আরও কত উৎসব!

দেখতে দেখতে পুজো শেষ। সারা বছরের পরিকল্পনা, কেনাকাটার বিপুল আয়জনে সাময়িক দম ফেলার ফুরসত। সামনেই আবার লক্ষ্মীপুজো। দীপাবলি। আরও কত উৎসব!

০২ ০৮
তবে চলতি বছরের দুর্গাপুজোয় তারকাদের সমাজমাধ্যম ভরে ছিল তাঁদের রঙবেরঙের সাজে।  তাঁদের মধ্যে কে ছিলেন সব চেয়ে নজর কাড়া? কাকে নিয়ে মেতেছেন নেটদুনিয়ার বাসিন্দারা নিজদের আড্ডায়? খোঁজ করল আনন্দবাজার অনলাইন।

তবে চলতি বছরের দুর্গাপুজোয় তারকাদের সমাজমাধ্যম ভরে ছিল তাঁদের রঙবেরঙের সাজে। তাঁদের মধ্যে কে ছিলেন সব চেয়ে নজর কাড়া? কাকে নিয়ে মেতেছেন নেটদুনিয়ার বাসিন্দারা নিজদের আড্ডায়? খোঁজ করল আনন্দবাজার অনলাইন।

০৩ ০৮
প্রথমেই বলতে হয় মিমি চক্রবর্তীর কথা তিনি অভিনয়ে যতটা সাবলীল ঠিক ততটাই সাজপোশাকের ক্ষেত্রেও। দুর্গাপুজোর কয়েকটা দিন তাঁকে দেখা যায় অন্য আমেজে, এই বছরও তার ব্যতিক্রম নয়। রোজই কম বেশি ছবি দিয়েছেন সমাজ মাধ্যমের পাতায়, তবে সব থেকে নজর কেড়েছে তাঁর নবমীর সবুজ সাজ। জরি কাজ করা ভারী পাড়ের শাড়ির সঙ্গে একই রঙের মানানসই সিল্ভলেস ব্লাউজ। আরও চটক এনেছে তাঁর খোঁপায় দুটি টকটকে লালা গোলাপ। সব মিলিয়ে তিনি মোহময়ী।

প্রথমেই বলতে হয় মিমি চক্রবর্তীর কথা তিনি অভিনয়ে যতটা সাবলীল ঠিক ততটাই সাজপোশাকের ক্ষেত্রেও। দুর্গাপুজোর কয়েকটা দিন তাঁকে দেখা যায় অন্য আমেজে, এই বছরও তার ব্যতিক্রম নয়। রোজই কম বেশি ছবি দিয়েছেন সমাজ মাধ্যমের পাতায়, তবে সব থেকে নজর কেড়েছে তাঁর নবমীর সবুজ সাজ। জরি কাজ করা ভারী পাড়ের শাড়ির সঙ্গে একই রঙের মানানসই সিল্ভলেস ব্লাউজ। আরও চটক এনেছে তাঁর খোঁপায় দুটি টকটকে লালা গোলাপ। সব মিলিয়ে তিনি মোহময়ী।

০৪ ০৮
অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটির খবর কে না জানতে চায়! তবে ঐন্দ্রিলার সাজ এই পুজোয় মাতিয়ে রেখেছিল নেটদুনিয়া। তাঁর সপ্তমীর কালো কাঁথার সঙ্গে ভারী কাজের স্লিভলেস ব্লাউজ ও অষ্টমীর স্প্যাগেটি স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে রানি রঙের চুমকির পাড় বসানো শাড়ির সাজ, দুই-ই জমকালো। এ যেন এক অন্যরূপা ঐন্দ্রিলা।

অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটির খবর কে না জানতে চায়! তবে ঐন্দ্রিলার সাজ এই পুজোয় মাতিয়ে রেখেছিল নেটদুনিয়া। তাঁর সপ্তমীর কালো কাঁথার সঙ্গে ভারী কাজের স্লিভলেস ব্লাউজ ও অষ্টমীর স্প্যাগেটি স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে রানি রঙের চুমকির পাড় বসানো শাড়ির সাজ, দুই-ই জমকালো। এ যেন এক অন্যরূপা ঐন্দ্রিলা।

০৫ ০৮
মধুমিতা সরকার। বাংলার বুকে তাঁর অনুরাগীদের সংখ্যা গুনে শেষ করা যায় না। পুজোয় যে রোজকার সাজ খুব সমাজ মাধ্যমে পোষ্ট করে এক বন্ধুর সঙ্গে তাঁর ঠাকুর দেখতে যাওয়ার ভিডিয়ো নজর কেড়েছে সবার। তন্বী নায়িকা গা লেপটে থাকা স্বচ্ছ পান্না সবুজ জর্জেট সিফনের শাড়ি ও ব্লাউজ পরেছিলেন, সঙ্গত দিয়েছিল সরু পান্নার নেকলেস। তাতেই সবাই মাতোয়ারা।

মধুমিতা সরকার। বাংলার বুকে তাঁর অনুরাগীদের সংখ্যা গুনে শেষ করা যায় না। পুজোয় যে রোজকার সাজ খুব সমাজ মাধ্যমে পোষ্ট করে এক বন্ধুর সঙ্গে তাঁর ঠাকুর দেখতে যাওয়ার ভিডিয়ো নজর কেড়েছে সবার। তন্বী নায়িকা গা লেপটে থাকা স্বচ্ছ পান্না সবুজ জর্জেট সিফনের শাড়ি ও ব্লাউজ পরেছিলেন, সঙ্গত দিয়েছিল সরু পান্নার নেকলেস। তাতেই সবাই মাতোয়ারা।

০৬ ০৮
নুসরত জাহান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাতে অবশ্য কোনও দিনই দমে যাননি তিনি। তিনি অভিনেত্রী, সাংসদ ও সাজ পটীয়সী। তাঁর অন্যান্য দিনের সাজ ঝলমলে হলেও নবমীর সাজ সব থেকে আকর্ষণীয় ও মোহময়ী ছিল। সরু স্ট্র্যাপের হল্টারনেক ব্লাউজে ছিল সোনালি বুটির কাজ। তার সঙ্গে জরি পাড় মিশমিশে কালো শাড়ি ও ভারী নেকলেস, উষ্ণতার পারদ আকাশ চুম্বী যেন!

নুসরত জাহান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাতে অবশ্য কোনও দিনই দমে যাননি তিনি। তিনি অভিনেত্রী, সাংসদ ও সাজ পটীয়সী। তাঁর অন্যান্য দিনের সাজ ঝলমলে হলেও নবমীর সাজ সব থেকে আকর্ষণীয় ও মোহময়ী ছিল। সরু স্ট্র্যাপের হল্টারনেক ব্লাউজে ছিল সোনালি বুটির কাজ। তার সঙ্গে জরি পাড় মিশমিশে কালো শাড়ি ও ভারী নেকলেস, উষ্ণতার পারদ আকাশ চুম্বী যেন!

০৭ ০৮
পুজোর শুরুতেই সমাজ মাধ্যমে ঝড় তুলে দিয়ে তিনি আবার উধাও! ঈশা সাহা, পুজোর শুরুতেই সম্পূর্ণ সাদা সাজে ছবি দিয়েছিলেন সমাজ মাধ্যমের পাতায়। সাদা পাফ হাতা পুরো হাতা ব্লাউজ ও সাদা সুতির শাড়ি, তাতেই অনুরাগীদের হৃদস্পন্দন একদম চরমে!

পুজোর শুরুতেই সমাজ মাধ্যমে ঝড় তুলে দিয়ে তিনি আবার উধাও! ঈশা সাহা, পুজোর শুরুতেই সম্পূর্ণ সাদা সাজে ছবি দিয়েছিলেন সমাজ মাধ্যমের পাতায়। সাদা পাফ হাতা পুরো হাতা ব্লাউজ ও সাদা সুতির শাড়ি, তাতেই অনুরাগীদের হৃদস্পন্দন একদম চরমে!

০৮ ০৮
পাওলি দাম। তিনি আজও আলোচনার কেন্দ্রে। আবেদনের চূড়ায়। তবে সপ্তমীর দিনের তাঁর সাজ নিতান্তই ঘরোয়া, বাড়ির গিন্নি যেন! সোনালি থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজের সঙ্গে টকটকে লাল শাড়ি, তিনি নজর কাড়া সুন্দরী।

পাওলি দাম। তিনি আজও আলোচনার কেন্দ্রে। আবেদনের চূড়ায়। তবে সপ্তমীর দিনের তাঁর সাজ নিতান্তই ঘরোয়া, বাড়ির গিন্নি যেন! সোনালি থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজের সঙ্গে টকটকে লাল শাড়ি, তিনি নজর কাড়া সুন্দরী।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE