স্মোকি আই মেকআপ: একটি জনপ্রিয় মেকআপ লুক যা চোখের চারপাশে একটি গাঢ়, ধূসর বা কালো রঙের ছোঁয়া দিয়ে তৈরি করা হয়।
০৪১০
এই মেকআপ করলে আকর্ষণীয় দেখতে লাগে। সেই মায়া কাজলেই বরং এ বার পুজোয় মন কেড়ে নিন প্রিয়জনের।
০৫১০
ক্যাট আই মেকআপ: টানা টানা চোখেই মজে মন? তবে আপনার চাই ক্যাট আই মেকআপ। এরও মূল মন্ত্র কিন্তু ব্লেন্ডিং। ক্রিজ় ডিফাইন, চোখের উপরে আইশ্যাডো লাগানোর পরে আপার ল্যাশ লাইন ঘেঁষে কাজল বা জেল লাইনার মোটা রেখা টেনে লাগিয়ে নিন।
০৬১০
বাইরের কোণে এক টুকরা স্কচ টেপ লাগিয়ে নিতে পারেন। এতে শার্প লাইন এবং উইং পাওয়া যাবে। এ বার ছোট পেনসিল ব্রাশের সাহায্যে লাইনারটিকে স্মাজ করতে থাকুন। এ বার একই রঙের আইশ্যাডো নিয়ে কাজলের সঙ্গে মিশিয়ে দিন। আবার একই ভাবে কাজল বা জেল লাইনার লাগান। আইশ্যাডো লাগিয়েও মিশিয়ে দিন। এই প্রক্রিয়া ২-৩ বার করুন।
০৭১০
নিউট্রাল আই মেকআপ: চোখের এই সাজ রোজনামচার অঙ্গ।কলেজ-ইউনিভার্সিটি কিংবা অফিস, ছিমছাম মেকআপের সঙ্গী একেবারে সাধারণ এই চোখের সাজ।
০৮১০
১-২টির বেশি আইশ্যাডোর প্রয়োজন হয় না। চটজলদি সেরে ফেলা এই টিপস এ আপনার চোখের নিজস্ব উজ্জ্বলতাই চোখ টানে।
০৯১০
ন্যুড মেকআপ: হালকা এবং প্রাকৃতিক রঙের আইশ্যাডো ব্যবহার করে একটি সহজ এবং স্বাভাবিক লুক তৈরি করা হয়। খুব হালকা মেকআপে এবার পুজোয় নিজেকে অন্যরকমভাবে সাজিয়ে তুলুন।
১০১০
তা হলে আর কি, এ বার পুজোয় সবার মন কাড়তে আপনার চোখকে সাজিয়ে তুলুন পছন্দের মেকআপে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।