Smart Solution to Keep Your Makeup Lasting Longer in Summer Heat dgtl
Make up tips
গরমে গলে যাচ্ছে মেকআপ? রইল মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখার স্মার্ট সমাধান
গরমে ঘাম আর আর্দ্রতায় মেকআপ দ্রুত নষ্ট হয়। তবে কিছু সহজ কৌশল মানলেই সাজ দীর্ঘ সময় সতেজ থাকবে। গলেও যাবে না তাড়াতাড়ি।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৯:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
গরমে মেকআপ ঘামহীন ও পরিচ্ছন্ন রাখতে কিছু প্রয়োজনীয় বিষয় এবং পদ্ধতি মেনে চলুন। সাজ অনেকক্ষণ টিকবে। তরতাজাও দেখাবে।
০২১২
১.মেকআপের আগে বরফ ঘষে নিন বা বরফ জলে মুখ ধুয়ে নিন। তাতে ঘাম কমে ও ত্বকের ছিদ্রগুলি সঙ্কুচিত হয়ে টানটান হয়। ভারী মেকআপের বদলে ন্যাচারাল লুক বেছে নিন। দুপুরে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
০৩১২
২.ঘন ঘন ফেস ওয়াইপস বা ব্লটিং শিট ব্যবহার করুন, পাউডার বারবার না দিয়ে।
০৪১২
গরমে মেকআপ টিকিয়ে রাখার সহজ কৌশল: ১.অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার: ত্বক আর্দ্র রাখবে, কিন্তু তেলতেলে করবে না।
০৫১২
২.প্রাইমার (ম্যাটিফাইং প্রাইমার): ঘাম ও তেলের কারণে মেকআপ নষ্ট হওয়া কমাবে। প্রাইমার ব্যবহার করলে ত্বকের সঙ্গে সরাসরি ফাউন্ডেশনের যোগ থাকে না। প্রাইমার মাখলে গরমে মেকআপ গলে যাবে না এবং আর্দ্র আবহাওয়ায় পরিছন্ন থাকবে।
০৬১২
৩.লাইটওয়েট ফাউন্ডেশন/বিবি ক্রিম: ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা বেস ব্যবহার করা ভাল। ওয়াটার-বেসড লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন।
০৭১২
৪.স্মাজ-প্রুফ উপাদান: কাজল, আইলাইনার, আইশ্যাডো এবং মাসকারা, চোখের সমস্ত সাজ যেন স্মাজ-প্রুফ হয়। চোখের মেকআপ যেন সহজে ঘেঁটে না যায়। হাইলাইটার প্যালেটের ফর্মুলেশন সে রকমই হওয়া উচিত, যাতে মুখে কালো ছোপ না পড়ে।
০৮১২
৫.কমপ্যাক্ট পাউডার / ট্রান্সলুসেন্ট পাউডার: মেকআপ সেট করবে ও ঘাম শুষে নেবে। মেকআপকে বসতে সাহায্য করে এটি।
০৯১২
৬.লিপ টিন্ট / ম্যাট লিপস্টিক: গরমে ক্রিমি বা গ্লসি লিপস্টিক সহজে ছড়িয়ে যায়, তাই হালকা ও লং-লাস্টিং শেড ভালো।
১০১২
৭.সেটিং স্প্রে (ম্যাট ফিনিশ): মেকআপ লক করে রাখবে দীর্ঘ সময়। মেকআপ-এর শেষে সেটিং স্প্রে ব্যবহার করাটা জরুরি।
১১১২
৮.টাচ-আপ রাখুন: ছোট টিস্যু বা ব্লটিং পেপার সাথে রাখলে বাড়তি তেল ও ঘাম মুছে ফেলা সহজ হবে।
১২১২
গরমে ঘামে মেকআপ টিকতে চায় না। তবে সঠিক যত্ন আর কিছু সহজ টিপস মানলে সাজ সারা দিন থাকবে ঠিক একই রকম। (এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ)।