প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner
Durga Puja Fashion

ভিড় এড়িয়ে পুজো কাটাতে চান বাড়িতেই? সঙ্গী হোক সিনেমা-বই-বাগান!

পুজোয় বাড়িতেই থাকতে চাইলে তাই থাকুন। পরিবারের সকলকে সঙ্গে নিয়ে নানা ভাবে কাটাতে পারেন এক আনন্দমুখর সময়।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১
Share: Save:
০১ ১১
পুজো মানেই যে বাইরে ঘোরাঘুরি বা ঠাকুর দেখতে যেতেই হবে, এমন কোনও কথা নেই। অনেকেই উৎসবের দিনগুলো কাটিয়ে দিতে চান মনের মতো স্বাদে, আলসেমিতে, বাড়ির চেনা পরিসরে। এ বছর যদি শারদীয়ার দিনগুলি বাড়িতেই কাটানোর পরিকল্পনা থাকে, তো সেটাই করুন। তাতে যেমন ভিড় এড়িয়ে শান্তি পাবেন, তেমনই পরিবারের সঙ্গে একটানা অনেকটা সময় কাটানোর সুযোগও মিলে যাবে। বাড়িতে বসেও সবাই মিলে পুজোর আনন্দ কী ভাবে উপভোগ করা যায়, রইল তারই ১০টি দারুণ টিপ্‌স।

পুজো মানেই যে বাইরে ঘোরাঘুরি বা ঠাকুর দেখতে যেতেই হবে, এমন কোনও কথা নেই। অনেকেই উৎসবের দিনগুলো কাটিয়ে দিতে চান মনের মতো স্বাদে, আলসেমিতে, বাড়ির চেনা পরিসরে। এ বছর যদি শারদীয়ার দিনগুলি বাড়িতেই কাটানোর পরিকল্পনা থাকে, তো সেটাই করুন। তাতে যেমন ভিড় এড়িয়ে শান্তি পাবেন, তেমনই পরিবারের সঙ্গে একটানা অনেকটা সময় কাটানোর সুযোগও মিলে যাবে। বাড়িতে বসেও সবাই মিলে পুজোর আনন্দ কী ভাবে উপভোগ করা যায়, রইল তারই ১০টি দারুণ টিপ্‌স।

০২ ১১
প্রিয়জনের সঙ্গে সিনেমা দেখুন: পুজোর দিনগুলিতে একসঙ্গে বসে জমিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। এখন ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর নতুন সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পায়। তাই পছন্দের কিছু সিনেমা ও সিরিজ বেছে নিন আর পপকর্ন হাতে তৈরি হয়ে যান!

প্রিয়জনের সঙ্গে সিনেমা দেখুন: পুজোর দিনগুলিতে একসঙ্গে বসে জমিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। এখন ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর নতুন সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পায়। তাই পছন্দের কিছু সিনেমা ও সিরিজ বেছে নিন আর পপকর্ন হাতে তৈরি হয়ে যান!

০৩ ১১
ঘরের সাজসজ্জায় নতুনত্ব আনুন: পুজো মানেই তো নতুন সাজ। বাইরে বেরোনোর বদলে এ বছর চেনা ঘরটাকেই নতুন করে সাজিয়ে তুলুন। হালকা আলো, ফুল এবং রঙিন পর্দা দিয়ে পুজোর আমেজ তৈরি করতে পারেন। নিজের হাতে বানানো কিছু জিনিস দিয়ে সাজালে আরও ভাল দেখাবে।

ঘরের সাজসজ্জায় নতুনত্ব আনুন: পুজো মানেই তো নতুন সাজ। বাইরে বেরোনোর বদলে এ বছর চেনা ঘরটাকেই নতুন করে সাজিয়ে তুলুন। হালকা আলো, ফুল এবং রঙিন পর্দা দিয়ে পুজোর আমেজ তৈরি করতে পারেন। নিজের হাতে বানানো কিছু জিনিস দিয়ে সাজালে আরও ভাল দেখাবে।

০৪ ১১
প্রিয় খাবার রান্না করুন: পুজোর সময়ে বাইরের খাবারের বদলে বাড়িতেই রেঁধে নিন প্রিয় পদগুলি। পরিবারের সবার প্রিয় কোনও মিষ্টি বা আমিষ-নিরামিষ পদ রান্না করে সবাইকে চমকে দিন। বাড়ির সদস্যরা একসঙ্গে রান্না করলে তা আরও মজাদার হয়ে ওঠে।

প্রিয় খাবার রান্না করুন: পুজোর সময়ে বাইরের খাবারের বদলে বাড়িতেই রেঁধে নিন প্রিয় পদগুলি। পরিবারের সবার প্রিয় কোনও মিষ্টি বা আমিষ-নিরামিষ পদ রান্না করে সবাইকে চমকে দিন। বাড়ির সদস্যরা একসঙ্গে রান্না করলে তা আরও মজাদার হয়ে ওঠে।

০৫ ১১
পছন্দের বই পড়ুন: সারা বছর ব্যস্ততার কারণে হয়তো পছন্দের বইটি পড়ার সুযোগ পাননি। এই পুজোর ছুটিটা তাই কাজে লাগান। প্রিয় লেখকদের বই নিয়ে বসুন, সঙ্গে থাকুক এক কাপ চা কিংবা কফি।

পছন্দের বই পড়ুন: সারা বছর ব্যস্ততার কারণে হয়তো পছন্দের বইটি পড়ার সুযোগ পাননি। এই পুজোর ছুটিটা তাই কাজে লাগান। প্রিয় লেখকদের বই নিয়ে বসুন, সঙ্গে থাকুক এক কাপ চা কিংবা কফি।

০৬ ১১
ইনডোর গেম খেলুন: লুডো, ক্যারম, দাবা অথবা কার্ড গেম - পরিবারের সকলের সঙ্গে এ সব খেলায় মেতে উঠুন। হাসাহাসি, গল্প আর খুনসুটির মধ্যে দিয়ে সময়টা কখন কেটে যাবে, বুঝতেই পারবেন না।

ইনডোর গেম খেলুন: লুডো, ক্যারম, দাবা অথবা কার্ড গেম - পরিবারের সকলের সঙ্গে এ সব খেলায় মেতে উঠুন। হাসাহাসি, গল্প আর খুনসুটির মধ্যে দিয়ে সময়টা কখন কেটে যাবে, বুঝতেই পারবেন না।

০৭ ১১
নতুন কিছু শিখুন: অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কোর্স ও টিউটোরিয়াল পাওয়া যায়। এই সময়টা ব্যবহার করে নতুন কোনও দক্ষতা অর্জন করতে পারেন। গিটার বাজানো, নতুন ভাষা শেখা বা কোনও ক্রাফটিংয়ের কাজ করতে পারেন।

নতুন কিছু শিখুন: অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কোর্স ও টিউটোরিয়াল পাওয়া যায়। এই সময়টা ব্যবহার করে নতুন কোনও দক্ষতা অর্জন করতে পারেন। গিটার বাজানো, নতুন ভাষা শেখা বা কোনও ক্রাফটিংয়ের কাজ করতে পারেন।

০৮ ১১
পুরনো দিনের ছবি দেখুন: পরিবারের সকলের সঙ্গে বসে পুরনো দিনের অ্যালবামের ছবি দেখুন। ছোটবেলার ছবি, ফেলে আসা পুজোর স্মৃতি বা কোনও ভ্রমণের ছবি ফিরে দেখলে ভাল লাগবে। এতে বাড়ির সদস্যদের কাছ থেকে অনেক অজানা গল্পও হয়তো জানতে পারবেন।

পুরনো দিনের ছবি দেখুন: পরিবারের সকলের সঙ্গে বসে পুরনো দিনের অ্যালবামের ছবি দেখুন। ছোটবেলার ছবি, ফেলে আসা পুজোর স্মৃতি বা কোনও ভ্রমণের ছবি ফিরে দেখলে ভাল লাগবে। এতে বাড়ির সদস্যদের কাছ থেকে অনেক অজানা গল্পও হয়তো জানতে পারবেন।

০৯ ১১
নিজেকে সময় দিন: সারা বছর তো সকলের জন্য সময় দেন। এ বার নিজের জন্য কিছুটা সময় রাখুন। যোগাসন, মেডিটেশন বা পছন্দের কোনও গান শুনতে পারেন। এতে মন শান্ত হবে এবং মানসিক চাপও কমবে।

নিজেকে সময় দিন: সারা বছর তো সকলের জন্য সময় দেন। এ বার নিজের জন্য কিছুটা সময় রাখুন। যোগাসন, মেডিটেশন বা পছন্দের কোনও গান শুনতে পারেন। এতে মন শান্ত হবে এবং মানসিক চাপও কমবে।

১০ ১১
বন্ধু বা আত্মীয়দের ভিডিয়ো কল করুন: সবাই একসঙ্গে থাকতে না পারলেও ভিডিয়ো কলে তাঁদের সঙ্গে জুড়ে যেতেই পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, আত্মীয়-স্বজনদের খোঁজখবর নিন। এতে পুজোর শুভেচ্ছা বিনিময়ও হবে।

বন্ধু বা আত্মীয়দের ভিডিয়ো কল করুন: সবাই একসঙ্গে থাকতে না পারলেও ভিডিয়ো কলে তাঁদের সঙ্গে জুড়ে যেতেই পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, আত্মীয়-স্বজনদের খোঁজখবর নিন। এতে পুজোর শুভেচ্ছা বিনিময়ও হবে।

১১ ১১
বাড়ির ছাদে বা বাগানে সময় কাটান: যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বাগান থাকে, তা হলে সেখানে কিছুটা সময় কাটান। সূর্যাস্ত দেখা বা পাখির কিচিরমিচির শোনা - প্রকৃতির কাছাকাছি থাকলে মন ভাল থাকে।  (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

বাড়ির ছাদে বা বাগানে সময় কাটান: যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বাগান থাকে, তা হলে সেখানে কিছুটা সময় কাটান। সূর্যাস্ত দেখা বা পাখির কিচিরমিচির শোনা - প্রকৃতির কাছাকাছি থাকলে মন ভাল থাকে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy