পুজো মানেই যে বাইরে ঘোরাঘুরি বা ঠাকুর দেখতে যেতেই হবে, এমন কোনও কথা নেই। অনেকেই উৎসবের দিনগুলো কাটিয়ে দিতে চান মনের মতো স্বাদে, আলসেমিতে, বাড়ির চেনা পরিসরে। এ বছর যদি শারদীয়ার দিনগুলি বাড়িতেই কাটানোর পরিকল্পনা থাকে, তো সেটাই করুন। তাতে যেমন ভিড় এড়িয়ে শান্তি পাবেন, তেমনই পরিবারের সঙ্গে একটানা অনেকটা সময় কাটানোর সুযোগও মিলে যাবে। বাড়িতে বসেও সবাই মিলে পুজোর আনন্দ কী ভাবে উপভোগ করা যায়, রইল তারই ১০টি দারুণ টিপ্স।