আপনার সাধের চুল কি জেল্লা হারিয়েছে? রুক্ষতা, শুষ্কতার সমস্যা বাড়ছে? দুর্গাপুজো থেকে কালীপুজো, আর তার সঙ্গে জগদ্ধাত্রী পুজো — উৎসবের লম্বা মরসুমে নানা ধরনের হেয়ার স্টাইলিং, হিট ট্রিটমেন্ট এবং পর্যাপ্ত আর্দ্রতার অভাবে চুল হারিয়েছে তার স্বাভাবিক সৌন্দর্য? এই পরিস্থিতিতে চুলের 'ড্যামেজ কন্ট্রোল' করতে এবং নতুন করে জেল্লা ফেরাতে ভরসা রাখতে পারেন একেবারে প্রাকৃতিক একটি উপাদানে! সেই উপাদানটি হল শিউলি ফুল।
শিউলি ফুল শুধুমাত্র তার মনমাতানো সুগন্ধের জন্যই নয়, চুলের যত্নেও এই ফুলের নির্যাস দারুণ উপকারী! এই ফুল ব্যবহার করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন একটি শক্তিশালী হেয়ার প্যাক।
শিউলি ফুলের উপকারিতা - অ্যান্টি-অক্সিড্যান্টের কামাল:
শিউলি ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এটি চুলের গোড়া থেকে রুক্ষতার সমস্যা দূর করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এই প্রাকৃতিক উপাদানটি নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল থাকে। কারণ এটি চুল পড়ার সমস্যা কমাতে সহায়ক, চুল তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে এবং মাথার ত্বকে বা স্ক্যাল্পে খুশকির সমস্যা দূর করে চুল আরও জেল্লাদার করে তোলে।
চুলের যত্নে শিউলি ফুল ব্যবহারের কার্যকরী উপায়:
আপনার উৎসব-পরবর্তী ড্যামেজ হওয়া চুলের যত্নে শিউলি ফুল দু'টি সহজ উপায়ে ব্যবহার করতে পারেন।
১. শিউলি ফুল ও নারকেল তেলের প্যাক (জেল্লা ফেরাতে ও খুশকি নিরাময়ের জন্য):
১০ থেকে ১২টি টাটকা শিউলি ফুল কুড়িয়ে ভাল করে ধুয়ে মিহি করে বেটে নিন। এই বাটা ফুল একটি পাত্রে নারকেল তেল-এর সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া ও মাথার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট ধরে হালকা হাতে মালিশ করুন। এর পরে ভাল করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
২. শিউলি ফুল, আমলকি ও দইয়ের হেয়ার মাস্ক (রুক্ষতা দূর করতে ও চুলের বৃদ্ধির জন্য):
১০ থেকে ১২টি শিউলি ফুল মিহি করে বেটে নিন। এর সঙ্গে ১ চামচ আমলকি গুঁড়ো এবং ২ চামচ টক দই মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় ও স্ক্যাল্পে এই প্যাকটি ভাল ভাবে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। সময় পেরিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
(বি.দ্র. – কোনও প্রকার অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।