Find the Perfect Foundation that Matches Your Skin Tone dgtl
How to choose foundation
পুজোর আগে ফাউন্ডেশন কিনছেন? সঠিকটি না বাছলে কিন্তু পুরো মেকআপই নষ্ট!
ফাউন্ডেশন কেনার আগে নিজের ত্বকের ধরন সম্পর্কে অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে। তা চেনার উপায় রয়েছে, সেগুলি জেনে নিন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজোর সময়ে নিখুঁত মেকআপের জন্য ফাউন্ডেশন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু সঠিক ফাউন্ডেশন খুঁজে বার করা বেশ কঠিন। পুজোর আগে ফাউন্ডেশন কেনার সময়ে কী কী বিষয় মাথায় রাখবেন, তার কিছু টিপ্স রইল রূপটান-প্রেমীদের জন্য।
০২১০
নিজের ত্বকের ধরন চিনুন: আপনার ত্বক কি তৈলাক্ত, শুষ্ক, নাকি মিশ্র? তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিশ, শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং এবং মিশ্র ত্বকের জন্য সেমি-ম্যাট ফাউন্ডেশন উপযুক্ত।
০৩১০
আন্ডারটোন বুঝুন: ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্ডারটোন। আপনার আন্ডারটোন কি কুল, ওয়ার্ম, নাকি নিউট্রাল? কব্জির শিরা দেখে এটি চিনতে পারবেন। শিরা নীল বা বেগুনি হলে কুল, সবুজ হলে ওয়ার্ম, আর দুইয়ের মাঝামাঝি হলে নিউট্রাল।
০৪১০
শেড নির্বাচন: সঠিক শেড বেছে নিতে অবশ্যই নিজের গালের উপর টেস্ট করুন। হাতে বা কব্জিতে টেস্ট করলে ভুল হতে পারে। গাল এবং চোয়ালের সংযোগস্থলে ফাউন্ডেশন লাগিয়ে দেখুন, যা আপনার ত্বকের রঙের সঙ্গে মিশে যায়, সেটাই আপনার সঠিক শেড।
০৫১০
ফিনিশ বুঝে নিন: ফাউন্ডেশনের ফিনিশ অনেক ধরনের হয়। ম্যাট, ডিউয়ি, সাটিন বা ন্যাচরাল ফিনিশ। আপনি যদি উজ্জ্বল ত্বক চান, তবে ডিউয়ি বা সাটিন ফিনিশ বেছে নিন। আর যদি তেলহীন ত্বক চান, তবে ম্যাট ফিনিশ ব্যবহার করুন।
০৬১০
কভারেজ: কভারেজ তিন ধরনের হয় - লাইট, মিডিয়াম, এবং ফুল। প্রতিদিনের জন্য হালকা কভারেজ এবং পুজোর ভারী সাজের জন্য মিডিয়াম থেকে ফুল কভারেজের ফাউন্ডেশন বেছে নিতে পারেন।
০৭১০
দিনের আলোয় পরীক্ষা: দোকানে কৃত্রিম আলোয় ফাউন্ডেশনের আসল রং বোঝা কঠিন। তাই সম্ভব হলে ফাউন্ডেশন মুখে লাগিয়ে একটু বাইরে গিয়ে দিনের আলোয় দেখুন, শেডটি আপনার ত্বকের সঙ্গে মানানসই কি না।
০৮১০
দীর্ঘস্থায়ী ফর্মুলা: পুজোর সময়ে সারা দিন মেকআপ ধরে রাখতে হলে এমন ফাউন্ডেশন কিনুন, যা দীর্ঘস্থায়ী এবং ওয়াটারপ্রুফ। এতে আপনার মেকআপ নষ্ট হবে না।
০৯১০
অতিরিক্ত টিপ্স: ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বক ভাল করে ময়শ্চারাইজ করুন। প্রয়োজন হলে প্রাইমার ব্যবহার করুন, এতে ফাউন্ডেশন আরও মসৃণ দেখাবে।
১০১০
পুজোর জন্য কেনাকাটা: এই বিষয়গুলি মেনে চললে আপনার মেকআপ হবে নিখুঁত এবং উৎসবের সাজে আপনি হয়ে উঠবেন আরও উজ্জ্বল। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।