মুলতানি মাটি আসলে কী? মুলতানি মাটি মূলত এক ধরনের বেন্টোনাইট মাটি। যা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকেট দিয়ে গঠিত। এই মাটি দেখতে ধূসর, বাদামী, বা হালকা সবুজাভ হতে পারে। এর মূল বৈশিষ্ট্য হল, এটি জলীয় পদার্থ বা তেল খুব সহজে শোষণ করতে পারে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে কোনও কৃত্রিম রাসায়নিক পদার্থ নেই।