পুজোর আগে ঝলমলে হয়ে উঠতে কে না চায়! ত্বকে জেল্লা ফেরাতে তাই অনেকেই শিট মাস্ক ব্যবহার করেন। কারণ, এটি ব্যবহার করা সহজ এবং দ্রুত ফলও পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, কোন ধরনের ত্বকে কেমন শিট মাস্ক ব্যবহার করবেন, কত দিন ধরে ব্যবহার করবেন, আর কী ভাবেই বা তা থেকে সেরা ফল পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর রইল এখানে।