How to Lighten Dark Lips Naturally Before Puja dgtl
Remedies for dark lips
কালচে হয়ে গিয়েছে ঠোঁট? পুজোর আগে ফেরান ঠোঁটের রং
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পুজো মানেই এক অন্য রকম আবেগ, এক আলাদা উন্মাদনা। বাতাসে নতুন জামার গন্ধ, মণ্ডপে মণ্ডপে ভিড়, আর মনের মধ্যে খুশির ঢেউ। সবাই ব্যস্ত নতুন জামাকাপড় কেনা আর নিজেদেরকে সাজিয়ে তোলার কাজে।
০২১২
কিন্তু এর মাঝেও অনেকের মনে একটা সূক্ষ্ম ভাবনা উঁকি দেয়—ইস, ঠোঁটগুলি কি কালচে দেখাচ্ছে? পুজোর আগে আপনারও কি তাই মনে হচ্ছে? এই একরত্তি মন খারাপ সব আনন্দকে যেন কিছুটা হলেও ম্লান করে দেয়।
০৩১২
কিন্তু মন খারাপ করে লাভ কী? কেন এমন হয় সেটা জানা থাকলে সমাধানও হাতের মুঠোয়। কোমল, সংবেদনশীল ঠোঁটের চামড়া আমাদের মুখের বাকি অংশের চেয়ে অনেক পাতলা।
০৪১২
অতিরিক্ত গরম চা বা কফির নেশা, ঘন্টার পর ঘন্টা রোদে ঘোরাঘুরি, শরীরের ভিটামিনের ঘাটতি, অথবা দূষণের প্রভাব— এই সব ছোট ছোট ব্যাপারই ঠোঁটের রং কেড়ে নেয়।
০৫১২
তা হলে কী করবেন? পুজোর আগে ঠোঁটের হাল ফেরাতে কিছু সহজ কৌশল আছে। দিনের শুরুতেই প্রচুর জল পান করা উচিত। এতে শরীর ভিতর থেকে আর্দ্র থাকে, আর সেই আর্দ্রতার ছাপ পড়ে আপনার ঠোঁটেও।
০৬১২
প্রথম কাজ, নিয়মিত স্ক্রাব। বাড়িতেই সহজ উপায়—চিনি আর মধু মিশিয়ে ঠোঁটে হালকা হাতে ঘষলেই মরা চামড়া উঠে যাবে। এর পর চাই হাইড্রেশন। নারকেল তেল, বাদাম তেল বা মধু লাগালে ঠোঁট নরম থাকে অনেক ক্ষণ। বাজার থেকে কেনা লিপ বামও ব্যবহার করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন তাতে রাসায়নিক বেশি না থাকে।
০৭১২
কালচে দাগ কমাতে লেবুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করা যায় সপ্তাহে কয়েক দিন।
০৮১২
টমেটোর রসও ভাল কাজ করে, কারণ এতে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। তবে বেশি ব্যবহার নয়, নইলে উল্টে জ্বালা করতে পারে।
০৯১২
অভ্যাসের দিকেও নজর জরুরি। বার বার ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করতে হবে।
১০১২
ধূমপান কালচে দাগ বাড়ায়, তাই যতটা সম্ভব এড়ানো ভাল।
১১১২
পুজোর দিনগুলিতে মেকআপে ব্যস্ততা বাড়ে। লিপস্টিক লাগানোর আগে বেস হিসেবে লিপ বাম লাগিয়ে নেওয়া উচিত। এতে রংও টিকে থাকবে, ঠোঁটও শুকোবে না।
১২১২
রাতে ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তুলতেই হবে, সঙ্গে ঠোঁটের যত্নও নিতে হবে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )