হেয়ার স্টাইলিং এখন আর শুধু ফ্যাশন নয়, কার্যত এটি জীবনেরই অঙ্গে পরিণত হয়েছে! কিন্তু, সমস্যা হল - রিলস তৈরি বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে আরও জনপ্রিয় করে তোলার জন্য আজকাল অনেকেই চুলের উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন। যা থেকে চুল স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, এগুলি থেকে অবশ্যই বিরত থাকা উচিত অথবা সতর্ক হওয়া উচিত। চলুন, জেনে নিই এমন কিছু স্টাইলিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কে, যা আমাদের এড়িয়ে চলা দরকার।
অতিরিক্ত ব্লিচিং: চুলের স্বাভাবিক রং পরিবর্তন করে হালকা করতে বা উজ্জ্বল রং করতে ব্লিচিং করা হয়। কিন্তু, এই প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক চুলের কিউটিকল খুলে দেয় এবং চুলের ভিতরের প্রোটিন উপাদানকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে চুল শুষ্ক, দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়। অতিরিক্ত ব্লিচিং চুলের স্থায়ী ক্ষতি করতে পারে।