পুজোর কদিন অনিয়ম-ই যেন নিয়ম। রাত জেগে ঠাকুর দেখা, অনেক বেলা অবধি ঘুমানো থেকে যখন ইচ্ছে তখন খাওয়াদাওয়া, অতিরিক্ত খাওয়া লেগেই থাকে। শুধু তাই নয়। এ কদিন বাঁধনহারা তেল-ঝাল-মশলায় পেটপুজো। ফল? যা হওয়ার তাই। মন যতই আনন্দ করে নিয়ম ভাঙুক, শরীর তা সইবে কেন? পেট বিদ্রোহ করে বসে অনেক সময়েই। এমনিতেই ভোজনরসিক বাঙালির নিত্যসঙ্গী গ্যাস-অম্বল। উৎসবের দিনগুলোয় সেই সমস্যা যেন অনেকটাই বেড়ে যায়। পুজোর ক’দিন এই সমস্যাকে কাবু করতে কী করণীয়, কোন ঘরোয়া টোটকা মেনে চলবেন, জেনে নিন।