Follow These Remedies on Bhaiphonta to Remove Obstacles from Brothers Life dgtl
Bhai Dooj Remedies
ভাইফোঁটায় করুন এই টোটকা, বিপদ ঘেঁষবে না ভাইয়ের কাছে
এই সম্পর্কের বন্ধনকে আরও গভীর এবং দৃঢ় করতে চাইলে ভাইফোঁটার দিন কিছু টোটকা পালন করুন
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ভাইফোঁটা মানেই ভাই বোনের সম্পর্কের এক অনন্য উদ্যাপন। এই সম্পর্কের বন্ধনকে আরও গভীর এবং দৃঢ় করতে চাইলে ভাইফোঁটার দিন কিছু টোটকা পালন করুন, ভাইয়ের জীবন থেকে বাধা দূরে যাবে, উন্নতির স্বাদ পাবেন তিনি।
০২১০
ভাইয়ের জীবনের সমস্ত কষ্ট, বাধা দূর করতে তাঁকে ফোঁটা দেওয়ার পর হাতে সাত রঙা বা সাত রঙের মৌলি সুতো বেঁধে দিন।
০৩১০
ভাইফোঁটার সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান। ঘিয়ের বদলে সর্ষের তেলের দ্বিমুখী প্রদীপ জ্বালাবেন। দূর হবে বিপদ।
০৪১০
ভাইয়ের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে? কিছুতেই ঠিক হচ্ছে না সমস্যা? বিবাদ দূর করতে চাইলে এ দিন গোটা কালো সর্ষে, লবঙ্গ এবং বিউলির ডাল নিয়ে ভাইয়ের মাথার উপর ঘুরিয়ে সেটিকে কর্পূরের সঙ্গে পুড়িয়ে দিন।
০৫১০
বাড়ির মূল দরজার সামনে চার কোণা প্রদীপ জ্বালান যমরাজের নামে। এতে দূর হবে সমস্ত বাধা।
০৬১০
ভাইফোঁটার দিন আপনি বা আপনার ভাই কেউই কালো রঙের পোশাক পরবেন না। চেষ্টা করবেন সুতির কাপড় পরার।
০৭১০
ভাইফোঁটার দিন যদি ভাই ফোঁটা নিতে না আসতে পারে তা হলে গরীব দুঃখীদের খাবার খাওয়ান। এটি অত্যন্ত শুভ। একই সঙ্গে কোনও মন্দিরে তাঁর নামে পুজো দিতে পারেন।
০৮১০
ভাই এবং বোন উভয়ের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে ভাইয়ের কপালে এ দিন অষ্টগন্ধার ফোঁটা দিন।
০৯১০
গোলাপ বা গঙ্গা জল দিয়ে চন্দনের পেস্ট তৈরি করুন।
১০১০
ভাইফোঁটার সামগ্রী যে থালায় রাখবেন খেয়াল রাখবেন সেটি যেন স্টিলের না হয়। তামা বা পিতলের বাসন হলেই ভাল। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।