Home remedies for cough and breathing problems after diwali dgtl
Hacks to prevent breathing problems
দীপাবলিতে ভুক্তভোগী শ্বাসকষ্টের রোগীরা, কী ভাবে নিস্তার পাবেন? রইল টিপ্স
এমন পরিস্থিতিতে কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং হাঁপানির মতো সমস্যা আর নতুন কী!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৮:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আলোর উৎসব দেখতে যতটা ঝলমলে, এই জৌলুদের বাইরে অন্ধকারের পরিমাণও নেহাত কম নয়। দীপাবলির পর শহরের বায়ুর গুণমান ফের বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। যা গুরুতর ক্ষতি করতে পারে মানবদেহে।
০২১২
এমন পরিস্থিতিতে কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং হাঁপানির মতো সমস্যা আর নতুন কী!
০৩১২
পরিস্থিতির শিকার শিশু থেকে বৃদ্ধ- সকলেই।
০৪১২
আর এর থেকে নিস্তার দিতে পারে কিছু ঘরোয়া প্রতিকারই। বায়ুর মান ও ‘একিউআই’ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজনীয়।
০৫১২
যে এলাকায় আপনি থাকছেন, সেই জায়গার বায়ুর মান যদি ২০০ ছাড়িয়ে যায়, তা হলে বাড়ির বাইরে থাকুন।
০৬১২
বাড়িতে থেকে হালকা গরম জল পান করতে পারেন।
০৭১২
অবিরাম ধোঁয়া এবং ধুলোর কারণে গলা জ্বালার সমস্যা দেখা দেয় মাঝে মধ্যেই। এই গরম জ্বলে তা দূর হবে।
০৮১২
ঠান্ডা লাগা ও কাশির প্রতিকার হিসেবে গুড়ের প্রচলন নতুন নয়।
০৯১২
এতে থাকা আয়রন ও খনিজ গলা ব্যথা কমাতেও সাহায্য করে।
১০১২
তুলসীর মতো ধন্বন্তরি কি আর কিছু আছে?
১১১২
দুই কাপ জলে ছয় থেকে সাতটি তুলসীপাতা মিশিয়ে তাতে যোগ করুন এক চা চামচ কালো মরিচ।
১২১২
এই উপকরণ ফুটিয়ে পান করলেও কাশি ও গলা ব্যথা থেকে রেহাই মিলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)