How to get rid off gum stains of rangoli stickers dgtl
Cleaning tips
দীপাবলিতে ঘর সাজিয়ে এখন পরিষ্কার করতে নাভিশ্বাস উঠছে? এই ঘরোয়া টোটকায় তুলুন আলপনা স্টিকারের আঠা
খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়ার চল প্রায় উঠেই গিয়েছে। অনেকে আবার পোস্টার কালার দিয়েও আলপনা দেওয়ার সময়, সুযোগ পান না।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়ার চল প্রায় উঠেই গিয়েছে। অনেকে আবার পোস্টার কালার দিয়েও আলপনা দেওয়ার সময়, সুযোগ পান না। সেখানে অনেকটাই জায়গা নিয়েছে আলপনার স্টিকার। দোকান থেকে কিনে এনে মেঝেতে লাগিয়ে দিলেই হয়ে গেল।
০২১০
রঙ্গোলির ক্ষেত্রেও আজকাল বিষয়টা তাই হয়েছে। বিভিন্ন রং দিয়ে খেটে রঙ্গোলি বানানোর সময় কোথায় এই ব্যস্ত জীবনে। তার উপর খালি বানালেই তো হল না পরিষ্কার করার ঝক্কিও যথেষ্ট! এ ক্ষেত্রেও সেই স্টিকার ভরসা।
০৩১০
কিন্তু রঙ্গোলি হোক বা আলপনা, স্টিকার দিয়ে পুজোয় কাজ চালানোর পর সেটি তুলতে গিয়ে নাজেহাল হচ্ছেন? হয় সেটি উঠছে না, নইলে উঠলেও আঠার দাগ থেকে যাচ্ছে?
০৪১০
এই সহজ ঘরোয়া টোটকা করে দেখুন, সমস্যা থেকে মুক্তি পাবেন।
০৫১০
কোনও সুতির কাপড় নিয়ে সেটা রাবিং অ্যালকোহলে চুবিয়ে যেখানে আঠার দাগ হয়ে আছে সেখানে ফেলে রাখুন। তার পর ঘষে সেই দাগ তুলে ফেলুন।
০৬১০
প্রয়োজনে নেইলপলিশ রিমুভার ব্যবহার করে দেখতে পারেন। এক বারে পুরো দাগ না গেলেও, দুই-তিন বার ব্যবহারে দাগ উঠে যাবে।
০৭১০
ভিনেগারও এই ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে। স্টিকার যেখানে লাগিয়েছিলেন সেই জায়গায় ভিনেগার ফেলে রাখুন কিছু ক্ষণ। তার পর হালকা ঘষে দাগ তুলে ফেলুন।
০৮১০
এক বাটি গরম জল একটু লিকুইড সাবান দিয়ে সেটা দিয়ে যেখানে দাগ হয়ে আছে আঠার সেই জায়গা পরিষ্কার করুন, দাগ উঠে যাবে।
০৯১০
এ ছাড়া তেল ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে আগে জায়গায় কিছু ক্ষণ তেল মাখিয়ে রাখুন। তার পর ঘষে দাগ তুলুন।
১০১০
যে টোটকাই করুন না কেন, তার পর এক বার পরিষ্কার জল দিয়ে জায়গাটা মুছে নেবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)