Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Gold and silver price today

দাম কমল নাকি বাড়ল! ধনতেরসের দিন কত অঙ্কের গণ্ডি পেরোল সোনা, রুপো?

এই বছর ধনতেরসে সোনা কেনার জন্য ২০ ঘন্টা ১ মিনিটের একটি 'শুভ সময়' পাওয়া যাবে। এই সময়ের মধ্যেই কিনে ফেলতে পারেন আপনার পছন্দের সোনার গহনা।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৭:৫১
Share: Save:
০১ ১১
ধনতেরসে সোনা কেনার শুভ সময় সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩২মিনিট পর্যন্ত।

ধনতেরসে সোনা কেনার শুভ সময় সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩২মিনিট পর্যন্ত।

০২ ১১
এই বছর ধনতেরসে সোনা কেনার জন্য ২০ ঘন্টা ১ মিনিটের একটি 'শুভ সময়' পাওয়া যাবে। এই সময়ের মধ্যেই কিনে ফেলতে পারেন আপনার পছন্দের সোনার গহনা। কিনতে পারেন রুপোর গয়নাও।

এই বছর ধনতেরসে সোনা কেনার জন্য ২০ ঘন্টা ১ মিনিটের একটি 'শুভ সময়' পাওয়া যাবে। এই সময়ের মধ্যেই কিনে ফেলতে পারেন আপনার পছন্দের সোনার গহনা। কিনতে পারেন রুপোর গয়নাও।

০৩ ১১
তবে সোনা বা রুপো যাই কিনুন না কেন, আগে আপনাকে অবশ্যই সেই ধাতুর বিশুদ্ধতা এবং মান বিচার করে দেখতে হবে

তবে সোনা বা রুপো যাই কিনুন না কেন, আগে আপনাকে অবশ্যই সেই ধাতুর বিশুদ্ধতা এবং মান বিচার করে দেখতে হবে

০৪ ১১
এমনকি, বাজারে সোনা বা রুপোর দাম কত চলছে, সে সম্বন্ধেও সঠিক তথ্য জেনে নেওয়া প্রয়োজন।

এমনকি, বাজারে সোনা বা রুপোর দাম কত চলছে, সে সম্বন্ধেও সঠিক তথ্য জেনে নেওয়া প্রয়োজন।

০৫ ১১
বাজারে দুই ধরনের সোনা পাওয়া যায়। ২২ ক্যারাট সোনা এবং ২৪ ক্যারাট সোনা। মনে রাখতে হবে ২২ ক্যারাট সোনা দিয়েই গয়না তৈরি করা হয়।  এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ

বাজারে দুই ধরনের সোনা পাওয়া যায়। ২২ ক্যারাট সোনা এবং ২৪ ক্যারাট সোনা। মনে রাখতে হবে ২২ ক্যারাট সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ

০৬ ১১
এই ২২ ক্যারাট সোনার মধ্যে সোনার বিশুদ্ধতার পরিমান থাকে ৯১ শতাংশ, আর বাকি ৯ শতাংশ থাকে অন্য ধাতু। অন্য ধাতু মিশ্রিত থাকার কারণে এই সোনা টেকসই হয় বেশি।

এই ২২ ক্যারাট সোনার মধ্যে সোনার বিশুদ্ধতার পরিমান থাকে ৯১ শতাংশ, আর বাকি ৯ শতাংশ থাকে অন্য ধাতু। অন্য ধাতু মিশ্রিত থাকার কারণে এই সোনা টেকসই হয় বেশি।

০৭ ১১
অপর দিকে ২৪ ক্যারাট সোনার মধ্যে সোনার বিশুদ্ধতার পরিমান থাকে ৯৯.৯৯ শতাংশ। ২৪ ক্যারেট সোনা সম্পূর্ণ খাঁটি সোনা। সেই কারণে এই সোনার দাম বেশি। তবে এই সোনা দিয়ে কোনও গয়না তৈরি হয় না। শুধুমাত্র বিনিয়োগের জন্যই এই সোনা ব্যবহৃত হয়।

অপর দিকে ২৪ ক্যারাট সোনার মধ্যে সোনার বিশুদ্ধতার পরিমান থাকে ৯৯.৯৯ শতাংশ। ২৪ ক্যারেট সোনা সম্পূর্ণ খাঁটি সোনা। সেই কারণে এই সোনার দাম বেশি। তবে এই সোনা দিয়ে কোনও গয়না তৈরি হয় না। শুধুমাত্র বিনিয়োগের জন্যই এই সোনা ব্যবহৃত হয়।

০৮ ১১
হিন্দু শাস্ত্রমতে ধন ত্রয়োদশী তিথিতে যে কোনও ধাতু ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়।  আর এই দিন ধাতু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়।

হিন্দু শাস্ত্রমতে ধন ত্রয়োদশী তিথিতে যে কোনও ধাতু ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। আর এই দিন ধাতু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়।

০৯ ১১
সোনা কেনার আগে দেখে নিন আজকে সোনার দর। ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনা (১০ গ্রাম) দাম- ৭৫১০০  টাকা।

সোনা কেনার আগে দেখে নিন আজকে সোনার দর। ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনা (১০ গ্রাম) দাম- ৭৫১০০ টাকা।

১০ ১১
২৪ ক্যারাট পাকা সোনা (১০ গ্রাম) দাম ৭৯০০০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার বাট (১০ গ্রাম) দাম- ৭৮৬০০ টাকা।

২৪ ক্যারাট পাকা সোনা (১০ গ্রাম) দাম ৭৯০০০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার বাট (১০ গ্রাম) দাম- ৭৮৬০০ টাকা।

১১ ১১
খুচরো রুপোর দাম ১ কেজি হিসাবে ৯৭১০০ টাকা, রুপোর বাট  ১ কেজি  ৯৭০০০ টাকা।

খুচরো রুপোর দাম ১ কেজি হিসাবে ৯৭১০০ টাকা, রুপোর বাট ১ কেজি ৯৭০০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE