দুর্গাপুজোর সময়টা বেশির ভাগ বাঙালির কাছেই খুব আবেগের। শারদীয়া শুধু আনন্দ, উৎসব আর ভালবাসার নয়, এর সঙ্গে মিশে আছে বহু প্রাচীন লৌকিক বিশ্বাস এবং প্রথা। এই বিশ্বাসগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। অনেকেই মনে করেন, এই সময়ে কিছু কাজ করা উচিত নয়, কারণ এতে অশুভ ফল হতে পারে। তেমন কিছু প্রচলিত লৌকিক বিশ্বাসের হদিস রইল এখানে।
১. মাকড়সা তাড়াবেন না অনেকের মতে, দুর্গাপুজোর সময়ে বাড়িতে মাকড়সা তাড়িয়ে দেওয়া উচিত নয়। মাকড়সাকে অনেকে দেবী লক্ষ্মীর আগমন বার্তাবাহক হিসেবে মনে করেন। বিশ্বাস করা হয়, যদি বাড়িতে মাকড়সা জাল তৈরি করে, তবে তা ধন-সম্পদের আগমনকে ইঙ্গিত করে। তাই এই সময়ে মাকড়সার জাল পরিষ্কার করতে নিষেধ করা হয়।