Advertisement
Terrace Decor Ideas

কফি হাউসের সেই আড্ডাটা এ বার পুজোয় জমুক আপনার ছাদেই! সাজিয়ে তুলুন এই ভাবে

বাইরের ক্যাফেতে সবাই মিলে হাত পা ছড়িয়ে বসার উপায় থাকে না, অনেকেই স্বাচ্ছন্দও বোধ করেন না। তবে কী চাই একদম ঘরোয়া আড্ডার আমেজ?

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২০
Share: Save:
০১ ১১
পুজোর দিনে ভিড় ঠেলে ঠাকুর দেখার চেয়ে অনেকেই এখন পছন্দ করেন নিরালা নিভৃতে বন্ধুদের সঙ্গে আড্ডা আর চুটিয়ে খানাপিনা। বাইরের ক্যাফেতে সবাই মিলে হাত পা ছড়িয়ে বসার উপায় থাকে না,  অনেকেই স্বাচ্ছন্দও বোধ করেন না। তবে কি চাই একদম ঘরোয়া ‘ক্যাফে’র আমেজ?

পুজোর দিনে ভিড় ঠেলে ঠাকুর দেখার চেয়ে অনেকেই এখন পছন্দ করেন নিরালা নিভৃতে বন্ধুদের সঙ্গে আড্ডা আর চুটিয়ে খানাপিনা। বাইরের ক্যাফেতে সবাই মিলে হাত পা ছড়িয়ে বসার উপায় থাকে না, অনেকেই স্বাচ্ছন্দও বোধ করেন না। তবে কি চাই একদম ঘরোয়া ‘ক্যাফে’র আমেজ?

০২ ১১
বসার ঘর, শোবার ঘর তো আছেই। এ বার না হয় ছাদেই হোক আড্ডা। কোমর বেঁধে নেমে পড়ুন। বাড়ির ছাদকে সাজিয়ে তুলুন। পুরোদস্তুর ক্যাফের আদলে আড্ডা দেওয়ার আদর্শ জায়গা সাজিয়ে নিন। কী ভাবে সাজাবেন?  টিপ্‌স রইল এই প্রতিবেদনে।

বসার ঘর, শোবার ঘর তো আছেই। এ বার না হয় ছাদেই হোক আড্ডা। কোমর বেঁধে নেমে পড়ুন। বাড়ির ছাদকে সাজিয়ে তুলুন। পুরোদস্তুর ক্যাফের আদলে আড্ডা দেওয়ার আদর্শ জায়গা সাজিয়ে নিন। কী ভাবে সাজাবেন? টিপ্‌স রইল এই প্রতিবেদনে।

০৩ ১১
বাড়ির ছাদে বন্ধুদের গল্প জমানো কোনও নতুন ব্যাপার নয়। কিন্তু সেই রকম ভাবে ছাদকে সাজিয়ে তুলতে একটু ভাবনা চিন্তা করে নেওয়া ভাল। যেমন ভারী চেয়ার বা আসবাবপত্র বয়ে নিয়ে ছাদে যেতে অসুবিধা। তা ছাড়া যদি আপনার ছাদ খোলা হয়, সে ক্ষেত্রে চট করে চেয়ার, টেবিল সরিয়ে নেওয়ার দরকার হলে ভারী আসবাবে সমস্যা তৈরি হতে পারে।

বাড়ির ছাদে বন্ধুদের গল্প জমানো কোনও নতুন ব্যাপার নয়। কিন্তু সেই রকম ভাবে ছাদকে সাজিয়ে তুলতে একটু ভাবনা চিন্তা করে নেওয়া ভাল। যেমন ভারী চেয়ার বা আসবাবপত্র বয়ে নিয়ে ছাদে যেতে অসুবিধা। তা ছাড়া যদি আপনার ছাদ খোলা হয়, সে ক্ষেত্রে চট করে চেয়ার, টেবিল সরিয়ে নেওয়ার দরকার হলে ভারী আসবাবে সমস্যা তৈরি হতে পারে।

০৪ ১১
তাই ছাদের জন্য কিনে নিন ফোল্ডিং কাঠের চেয়ার ও টেবিল। যে কোনও হস্ত শিল্প বা শিল্প মেলা থেকে পেয়ে যাবেন এই রকম চেয়ার। এখন অবশ্য তেমন মেলা নেই, তাতে কি, তাতে এই ধরনের আসবাব এখন গড়িয়াহাটেও পাওয়া যায়, বা কোনও ভাল আসবাবের দোকানে।

তাই ছাদের জন্য কিনে নিন ফোল্ডিং কাঠের চেয়ার ও টেবিল। যে কোনও হস্ত শিল্প বা শিল্প মেলা থেকে পেয়ে যাবেন এই রকম চেয়ার। এখন অবশ্য তেমন মেলা নেই, তাতে কি, তাতে এই ধরনের আসবাব এখন গড়িয়াহাটেও পাওয়া যায়, বা কোনও ভাল আসবাবের দোকানে।

০৫ ১১
ছাদের দেওয়ালে আপনি খাবার বা টুকটাক জিনিসপত্র রাখার জন্য তাক বানাতে পারেন। সে খানে দরকারি সামগ্রী আগে থেকে সাজিয়ে রাখুন। দেখতেও বেশ ক্যাফের মতো লাগবে। শুধু দরকারি জিনিসই নয়, সেখানে আপনি কাপ,  গ্লাস,  প্লেটের পাশাপাশি ছোট গাছও রাখতে পারেন।

ছাদের দেওয়ালে আপনি খাবার বা টুকটাক জিনিসপত্র রাখার জন্য তাক বানাতে পারেন। সে খানে দরকারি সামগ্রী আগে থেকে সাজিয়ে রাখুন। দেখতেও বেশ ক্যাফের মতো লাগবে। শুধু দরকারি জিনিসই নয়, সেখানে আপনি কাপ, গ্লাস, প্লেটের পাশাপাশি ছোট গাছও রাখতে পারেন।

০৬ ১১
ছাদের দুই পাশের দেওয়ালে রংবেরঙের ওয়ালপেপার লাগিয়ে নিন। কিংবা অন্য রকম রংও করে নিতে পারেন। তা হলেই ক্যাফের পরিবেশ এক্কেবারে পাকা হবে।

ছাদের দুই পাশের দেওয়ালে রংবেরঙের ওয়ালপেপার লাগিয়ে নিন। কিংবা অন্য রকম রংও করে নিতে পারেন। তা হলেই ক্যাফের পরিবেশ এক্কেবারে পাকা হবে।

০৭ ১১
ক্যাফেতে যেমন নানা রকমের আর ধাঁচের বাসন রাখার তাক বা হোল্ডার রাখা থাকে,  তেমনই কাপ বা চামচ রাখার জন্য অন্য ধরনের রট আয়রনের বা কাঠের বাসন রাখার সুন্দর দেখতে র‍্যাক রাখুন ছাদে।

ক্যাফেতে যেমন নানা রকমের আর ধাঁচের বাসন রাখার তাক বা হোল্ডার রাখা থাকে, তেমনই কাপ বা চামচ রাখার জন্য অন্য ধরনের রট আয়রনের বা কাঠের বাসন রাখার সুন্দর দেখতে র‍্যাক রাখুন ছাদে।

০৮ ১১
কম বাজেটের মধ্যে ছাদকে বেশ স্বপ্নালুভাবে সাজাতে ছাদের দেওয়ালে স্বচ্ছ হালকা রঙের ওড়না টাঙিয়ে তাঁবুর মতো সাজিয়ে নিতে পারেন। দেখলে মনে হবে আপনার নিজস্ব ছোট্ট আড্ডার ঠেক।

কম বাজেটের মধ্যে ছাদকে বেশ স্বপ্নালুভাবে সাজাতে ছাদের দেওয়ালে স্বচ্ছ হালকা রঙের ওড়না টাঙিয়ে তাঁবুর মতো সাজিয়ে নিতে পারেন। দেখলে মনে হবে আপনার নিজস্ব ছোট্ট আড্ডার ঠেক।

০৯ ১১
ছাদের দেওয়ালে কুরুশের কাজ করা ওয়াল হ্যাঙ্গিংও ঝুলিয়ে নিতে পারেন। আজকাল ছোট মাপের ক্যাফেকে সহজে সাজিয়ে তুলতে এই ধরনের অন্দরসজ্জা বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল।

ছাদের দেওয়ালে কুরুশের কাজ করা ওয়াল হ্যাঙ্গিংও ঝুলিয়ে নিতে পারেন। আজকাল ছোট মাপের ক্যাফেকে সহজে সাজিয়ে তুলতে এই ধরনের অন্দরসজ্জা বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল।

১০ ১১
ছাদকে সাজানোর জন্য বোহেমিয়ান ধাঁচের পেন্ডেন্ট লাইট বা ঝোলানো আলো লাগিয়ে নিন। আলো দিয়ে সাজানোর বিষয়টা একেবারে আপনার নিজস্ব ভাবনা আর সৃষ্টিশীল মনের উপর নির্ভর করছে।

ছাদকে সাজানোর জন্য বোহেমিয়ান ধাঁচের পেন্ডেন্ট লাইট বা ঝোলানো আলো লাগিয়ে নিন। আলো দিয়ে সাজানোর বিষয়টা একেবারে আপনার নিজস্ব ভাবনা আর সৃষ্টিশীল মনের উপর নির্ভর করছে।

১১ ১১
এই ক্ষেত্রেও অন্য রকম সাজাতে,  আপনি লন্ঠন দিয়ে সাজাতে পারেন। রকমারি কারুকাজ করা লণ্ঠন আজকাল হস্তশিল্প মেলা বা যে কোনও হাতের কাজের দোকানে পেয়ে যাবেন। এই ভাবে ছাদ সাজালে ক্যাফের আবহ জমে ক্ষীর! এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

এই ক্ষেত্রেও অন্য রকম সাজাতে, আপনি লন্ঠন দিয়ে সাজাতে পারেন। রকমারি কারুকাজ করা লণ্ঠন আজকাল হস্তশিল্প মেলা বা যে কোনও হাতের কাজের দোকানে পেয়ে যাবেন। এই ভাবে ছাদ সাজালে ক্যাফের আবহ জমে ক্ষীর! এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE