বাড়ি সাজানোর সময়ে মাথায় রাখুন এই ৬টি বিষয়। তাতেই হবে কেল্লাফতে!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৪:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বাড়ি সাজাচ্ছেন। এ দিকে, নতুন বাড়িও পুরনোর মতো দেখাচ্ছে। এমন কী কোনও উপায় আছে, যাতে সেই বাড়িকেই দেখায় নতুনের মতো? আছে আছে! বাড়ি সাজানোর সময়ে মাথায় রাখুন এই ৬টি বিষয়। তাতেই হবে কেল্লাফতে!
০২১১
১) এক রকম আসবাবপত্র দিয়ে ঘর না সাজিয়ে বিভিন্ন রকমের, বিভিন্ন আকারের আসবাবে ঘর সাজান। তাতে ঘরটি দেখতেও ভাল লাগবে এবং বড়ও লাগবে।
০৩১১
২) টিউবলাইটের বদলে টেবিল ল্যাম্প, মাটিতে লাগানো যায় এমন আলো বা ঘরের সিলিং লাগোয়া আলোও ব্যাবহার করতে পারেন। ডুম আলোর পরিবর্তে ছোট ঝুলন্ত আলো দিয়ে ঘর সাজান।
০৪১১
৩) কাঠ, পাথর, লিনেনের মতো পরিবেশবান্ধব সামগ্রীতে ঘর সাজান। সবুজের পরিমাণ বাড়িয়ে দিন বাড়ির নানা অংশে। ঘরের ভিতরে বেড়ে উঠতে পারে, এমন গাছ লাগান। বাড়ির এক কোণায় রাখতে পারেন বইয়ের তাক বা নজরকাড়া ফ্রেম।
০৫১১
৪) জানলায় ছোট পর্দার বদলে একদম জানলার শুরু থেকে মাটি অবধি ঢাকা পর্দা লাগান। পর্দার কাপড় যেন ভাল মানের হয়
০৬১১
৫) দেওয়াল রং করার সময়ে খুব গাঢ় রঙের বদলে হালকা রং ব্যাবহার করুন। এতে ঘরে আলো জোরালো লাগবে, ঘরটাও বড় দেখাবে। স্পঞ্জ নকশা এবং প্লাস্টার এড়িয়ে চলুন। ছোট ছোট নকশা দিয়ে দেওয়াল সাজাতে পারেন।
০৭১১
৬) প্লাস্টিকের শো-পিসের বদলে চিনামাটি, কাচ, কাঠ, লোহা ও গালার তৈরি শো পিস্ দিয়ে ঘর সাজিয়ে তুলুন। এ ছাড়া, পাথর, বাঁশ, পোর্সেলিন বা ঝিনুকের তৈরি জিনিসও ঘরে রাখতে পারেন। এই উপাদানগুলি পরিবেশবান্ধব এবং ঘরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে।
০৮১১
৭) ছোট ছোট পাপোশের বদলে বড় কার্পেট ব্যবহার করুন। বাড়ির প্রবেশপথে এক ধারে জুতো রাখার তাক এবং আয়নাও রাখতে পারেন।
০৯১১
৮) সিমেন্ট, মোজ়াইক ইত্যাদি বাদ দিয়ে কাঠ ও মার্বেলের মেঝে তৈরি করুন।
১০১১
৯) প্লাস্টিকের চেয়ার সরিয়ে নিয়ে আসুন কাঠের বা লোহার চেয়ার।
১১১১
১০) আলাদা আলাদা রং ব্যবহার না করে এক রকম রং দিয়েই সারা ঘরে রং করুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)