ঘর সাজাতে গিয়ে অজান্তেই বিপদ ডাকছেন না তো? দেওয়ালে ভুলেও টাঙাবেন না এই জিনিস
ঘর সাজাতে কত ধরনের জিনিসই না কেনা হয়! কখনও দেওয়ালে সেই সমস্ত জিনিস টাঙানো হয়, তো কখনও ঘরের কোনও পছন্দের কোণে সাজিয়ে রাখা হয়।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৬:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ঘর সাজাতে কত ধরনের জিনিসই না কেনা হয়! কখনও দেওয়ালে সেই সমস্ত জিনিস টাঙানো হয়, তো কখনও ঘরের কোনও পছন্দের কোণে সাজিয়ে রাখা হয়।
০২১০
এই ঘর সাজানোর জিনিসে ওয়াল হ্যাঙ্গিং থেকে গাছ সবই থাকে।
০৩১০
কিন্তু অজান্তেই ঘর সাজাতে গিয়ে সংসারে বিপদ ডাকছেন না তো? ভুল করেও দেওয়ালে এই সমস্ত জিনিস রাখবেন না। দেওয়ালে যুদ্ধের ছবি লাগাবেন না। এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় সংসারে।
০৪১০
কেবল যুদ্ধ নয়, কোনও ধরনের হিংসাত্মক ছবিই লাগাবেন না ঘরের কোনও দেওয়ালে। এই ধরনের ছবি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
০৫১০
ভাঙা আয়না দেওয়ালে রাখবেন না। ভাঙা যে কোনও জিনিসই কাজে বাধা সৃষ্টি করে। তাই ঘরে কোনও ভাঙা জিনিস, মূলত ভাঙা আয়না একদম রাখবেন না। তাতে মুখও দেখবেন না।
০৬১০
শুকনো গাছ, জাহাজডুবি, দুঃখের কোনও ছবি না রাখাই ভাল। হয়তো ছবিটা ভীষণই সুন্দর, আজকালকার কথায় 'অ্যাস্থেটিক লুক' যোগ করবে ঘরে, তবুও এই ধরনের ছবি না রাখাই ভাল।
০৭১০
ঘরে কখনই ক্যাকটাস বা কাঁটা জাতীয় কোনও গাছ রাখবেন না। এটি নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে।
০৮১০
বিবাহিত হলে আপনাদের শোয়ার ঘরে একটি পাখি বা পশুর ছবি রাখবেন না। এতে দাম্পত্য জীবনে কুপ্রভাব পড়তে পারে।
০৯১০
ডাইনিং টেবিলের পাশের দেওয়ালে আয়না না লাগানোই ভাল। বর্তমান সময়ে অনেকেই ‘মিরর টাইলস’ ব্যবহার করেন বসার ঘরে। সেক্ষেত্রে ডাইনিং টেবিলের পাশের দেওয়ালকে বাদ রাখাই বুদ্ধিমানের কাজ।
১০১০
অনেকেই ঘর সাজাতে ডাবল সাইড টেপ ব্যবহার করেন। এটাও করা উচিত নয়। না, বাস্তু মেনে নয়। বরং এটি ব্যবহার করলে দেওয়ালের রং চটে যেতে পারে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)