পুজো আসছে! এই কথাটার মধ্যে কেমন একটা জাদু আছে। আকাশে-বাতাসে একটা হালকা হিমেল পরশ, শিউলি ফুলের মিষ্টি গন্ধ, আর মনে মনে একটা চাপা উত্তেজনা। এ বার পুজোয় কি প্রথম বার দেবীকে বরণ করে তাঁর আরাধনা করছেন? তা হলে জেনে নিন দুর্গাপুজোর কোন কোন নিয়ম-নীতি মানতেই হবে। লক্ষ্মী বা সরস্বতী পুজো যেমন সহজে করা যায়, তেমনই বাড়িতে দেবী দুর্গারও আরাধনা সম্ভব। তবে তার জন্য খুব বেশি ঝক্কি পোহাতে হয় না। শুধু কিছু নিয়ম মেনে চললেই হবে।