সারা মাস পরিশ্রম করেও মাসের শেষে পকেটে টান! অনেক সময়ে না চাইতেই বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যায় হাত থেকে। জানেন কি, মানুষের এই ক্ষতির কারণ কিন্তু মানুষ নিজেই? অজান্তে হলেও এমন কিছু কাজ করে ফেলেন অনেকেই, যার কারণে ক্ষতিগ্রস্ত হয় দৈনন্দিন জীবন। সংসারেও ছায়া ফেলে অশুভ শক্তি। সামনেই তো দুর্গাপুজো। তার আগে লক্ষ্মীলাভ হোক, কে না চান! তাই এখন থেকেই এই কাজগুলি করা থেকে বিরত থাকুন। বরং রোজকার ব্যস্ততার ফাঁকে মেনে চলুন সাধারণ কিছু টোটকা।