দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রাম-রাবণের গল্প। যুদ্ধের সময়ে রাবণকে পরাজিত করতেই দেবীর অকাল বোধন করেন রাম। এ গল্প তো সকলেরই জানা। দশমীর দিন রাবণ-নিধন করে অশুভের বিনাশ ঘটিয়ে শুভশক্তির পুনর্প্রতিষ্ঠা করেন রাম। কিন্তু জানেন কি, ভারতের একাধিক জায়গায় এই রাবণকেই ঈশ্বরজ্ঞানে পুজো করা হয়! কোথায় আর কেন জেনে নিন।