০৭
১০
এ ছাড়া, মূল মন্দিরেই রয়েছে রুপোর তৈরি গণেশ ও লক্ষ্মীর মূর্তি। তাঁরাও নিয়মিত পুজো পান।
০৮
১০
দেবীর মূল বিগ্রহের পাশে অষ্ট ধাতুর তৈরি তাঁরই আরও একটি ছোট্ট মূর্তি রয়েছে।
০৯
১০
এ ছাড়া, এই মন্দিরেই অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
১০
১০
ভক্তদের বিশ্বাস, এই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত। তিনি তাঁদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা পূরণ করেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)