'আমি কি মা দুর্গা, যে দশভুজা হয়ে কাজ করব?' এমন কথা হামেশাই শোনা যায়। দুর্গা মানেই যেন একসঙ্গে একাধিক কাজ করার প্রতীক। দুর্গা শব্দটি শুনলেই ১০ হাতে ১০ রকমের অস্ত্র নিয়ে রণসাজে সুসজ্জিত এক দেবীর অবয়ব চোখের সামনে ভাসে। কিন্তু জানেন কি, দেবীর এই দশ হাত এবং তাতে থাকা দশ রকমের অস্ত্র আসলে এক একটি প্রতীক? এর সঙ্গে যোগ আছে বাস্তব জীবনেরও। কী ভাবে?