সিদ্ধিদাতার আশীর্বাদ কামনায় অনেকেই বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করেন। বিশ্বাস অনুযায়ী, ভক্তি ভরে বিধি মেনে গণপতি বাপ্পাকে ঘরে বসালে সব বাধা-বিপত্তি দূর হয়। আসে সমৃদ্ধি। হিন্দু ধর্মে গণেশকে জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি এবং সৌভাগ্যর প্রতীক হিসাবে ধরা হয়। তবে অনেক সময়ে অজান্তেই কিছু ভুল হয়ে যায়, যার ফলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। তাই গণেশ মূর্তিকে স্থাপনের সময়ে কোন কোন ভুল এড়িয়ে চলা জরুরি, তা জানা খুবই প্রয়োজন।