১। পুজো আসার আগেই অন্দরসজ্জার হিড়িক। ঘর বানানো থেকে ঘর সাজানো, সাধারণত বাস্তু মেনেই সবটাই করে থাকেন সিংহভাগ মানুষ। কোন দিকে বারান্দা থাকবে, দুর্গামূর্তির অবস্থায় কোথায় হবে, সেই সবই মাথায় রাখা হয়। এমনকি ঘরের আল-বাতাস ঠিকঠাক ঢুকছে কি না, অথবা অন্দরসজ্জার সঙ্গে মানানসই হচ্ছে কি না, সেই সবকিছু ভেবেই জানলা-দরজা করা হয়।