শ্রাবন্তী নিশ্চিন্তে ঘুরে দেখলেন সেরা ৫টি প্যান্ডেল, যাত্রাপথে সঙ্গী ছিল Alto K10

পুজোর প্যান্ডেল হপিং যাতে আরামে হতে পারে তার জন্য ‘মারুতি সুজুকি অ্যারেনা’, আনন্দবাজার ডট কম-এর সহযোগিতায় আয়োজন করল পুজোর ফার্স্ট লুক।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১২:০৫
পুজোর ফার্স্ট লুক

পুজোর ফার্স্ট লুক

কলকাতার রাস্তায় স্বস্তিতে ঠাকুর দেখতে চান? অথবা দূরে কোথাও আরামে ঘুরতে যেতে চান? আপনার দুর্গাপুজোর অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলতে হাজির ‘মারুতি সুজুকি অ্যারেনাAlto K10। পুজোর প্যান্ডেল হপিং যাতে আরামে হতে পারে তার জন্য ‘মারুতি সুজুকি অ্যারেনা’, আনন্দবাজার ডট কম-এর সহযোগিতায় আয়োজন করল পুজোর ফার্স্ট লুক, যেখানে শহরের সেরা ৫টি প্যান্ডেল ঘুরে দেখলেন সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন সঞ্চালক সুজয়নীল।

কিন্তু পুজোর শহরে Alto K10 কী ভাবে শ্রাবন্তীকে সাহায্য করেছে আরামে প্যান্ডেল ঘুরে দেখতে?

এই গাড়ির অন্যতম বিশেষত্ব এর দারুণ ডিজ়াইন, যা রাস্তায় সহজেই যেতে আসতে পারে এবং গাড়ি পার্ক করাতেও সুবিধা হয়। এতে রয়েছে কার্যকরী ‘১.০এল কে সিরিজ ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন’, যা গাড়ির জ্বালানি সাশ্রয়েও দারুণভাবে কাজ করে।

আরামদায়ক যাত্রা

পুজোর সময় পরিবার অথবা বন্ধুদের নিয়ে ঠাকুর দেখুন নিশ্চিন্তে, কারণ Alto K10-এ রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা এবং পর্যাপ্ত জায়গা।

নিশ্চিত করে সুরক্ষা

এই গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, যা স্ট্যান্ডার্ড সুরক্ষা হিসেবে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও আছে রিভার্স পার্কিং সেন্সর, যা আপনাকে নির্ভুলভাবে গাড়ি পার্ক করতে সাহায্য করবে। ‘হার্টেক্ট প্ল্যাটফর্ম’ গাড়ির জন্য একটি মজবুত ফ্রেম তৈরি করে, যা বাইরের আঘাত থেকে যাত্রীদের সুরক্ষিত রাখে। এতে রয়েছে ‘ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম’, যা গাড়িকে পিছলে যাওয়া থেকে রক্ষা করে এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

পাশাপাশি, Alto K10-এ রয়েছে ‘৩-পয়েন্ট ইএলআর সিটবেল্ট’, যা আপনার সুবিধা মতো ছোট বড় করতে পারেন। হঠাৎ ধাক্কা লাগলে সিটবেল্ট লক হয়ে গিয়ে যাত্রীদের নিরাপত্তা বজায় রাখতেও সাহায্য করে।

ডিজিটাল ডিসপ্লে সমেত স্পীডোমিটার আপনাকে সবসময় তথ্য দেয়, গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সুবিধা এবং বিনোদন

অটো গিয়ার শিফ্‌ট’ টেকনোলজি দ্রুত গিয়ার বদলাতে সাহায্য করে, যার ফলে যে কোনও রাস্তাতেই স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারবেন। স্টিয়ারিং-মাউন্টেড অডিও এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি হাত ব্যবহার না করেই মিউজিক এবং কল নিয়ন্ত্রণ করতে পারেন। Alto K10- এ রয়েছে স্মার্টপ্লে ষ্টুডিয়ো, যা আপনার স্মার্টফোনের সঙ্গে সহজেই নেভিগেট করতে পারবেন। প্যান্ডেল হপিং করার পথে এই বিশেষ ফিচার আপনার বিনোদনকেও নিশ্চিত করবে।

এছাড়াও ডিজিটাল ডিসপ্লে সমেত স্পীডোমিটার আপনাকে সবসময় তথ্য দেয়, গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শুধু আপনার যাত্রাই যে স্বাছন্দ্যকর হবে তাই নয়, আপনার পকেটও থাকবে স্বাচ্ছন্দ্যে। জিএসটি হ্রাসের পর Alto K10-এর মূল্য শুরু হচ্ছে ৩,৬৯,৯০০ টাকা থেকে।

শ্রাবন্তীর মতো আপনিও পুজো কাটান আরামে, আনন্দে এবং আপনার যাত্রার সঙ্গী হোক Alto K10

মারুতি সুজুকি অ্যারেনা’-র সঙ্গে ঘরে বসেই ঘুরে দেখুন কলকাতার সেরা পুজো

https://www.anandabazar.com/ananda-utsav/pujor-first-look-2025

https://www.anandabazar.com/ananda-utsav/puja-parikrama

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Maruti Suzuki Arena Alto K10 Durga Puja 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy