ভিড় এড়িয়ে পুজোয় ঠাকুর দেখার ঝক্কি অনেক। ঠাকুর দেখার অভিজ্ঞতাকে আরামদায়ক করে তুলতে ‘মারুতি সুজুকি অ্যারেনা’, আনন্দবাজার ডট কম-এর সহযোগিতায় আয়োজন করল এক অনন্য উৎসব যাত্রা - পুজোর ফার্স্ট লুক। কলকাতার ১০টি সেরা প্যান্ডেল ঘুরে দেখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার, সঙ্গী ছিলেন সঞ্চালক সুজয়নীল।
Alto K10-কে সঙ্গী করে শ্রাবন্তী জমিয়ে প্যান্ডেল হপিং করলেন বড়িশা ক্লাব, ভবানীপুর ৭৫ পল্লী, চোরবাগান সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন এবং সল্টলেক একে ব্লক-এ। সারাদিন ঠাকুর দেখার অভিজ্ঞতা কেমন ছিল শ্রাবন্তীর?
শ্রাবন্তীর কাছে এ এক অসাধারণ অভিজ্ঞতা। তিনি বলেছেন, “Alto K10-এর সঙ্গে ঠাকুর দেখার অভিজ্ঞতাই আলাদা। আরাম তো রয়েছেই, তার সঙ্গে আছে নিরাপত্তা। দেখতে দেখতে কখন যে ৫টা ঠাকুর দেখে ফেললাম বুঝতেই পারিনি।”
‘পুজোর ফার্স্ট লুক’-এ সঙ্গী ছিলেন প্রিয়াঙ্কাও। কাশী বোস লেন, হাতিবাগান, কেষ্টপুর প্রফুল্ল কানন, দমদম পার্ক তরুণ সংঘ এবং দমদম পার্ক ভারতচক্র ঘুরে দেখলেন তিনি। তাঁর প্যান্ডেল হপিং যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে প্রিয়াঙ্কার বাহন ছিল WagonR।
“WagonR-এর হেডরুম ও লেগরুম এতই প্রশস্ত, শান্তিতে বসে আরামে প্যান্ডেল হপিং করতে পেরেছি। সারাদিন একটি দারুন অভিজ্ঞতা হল। সবথেকে বড় কথা এই গাড়ির সুরক্ষার ব্যবস্থা। এক কথায় অসাধারণ।”
শুধু শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কারই নয়, সুজয়নীলের কাছেও এই অভিজ্ঞতা অবিস্মরণীয়। “ঠাকুর দেখার আনন্দ আরও বেড়ে যায় যখন প্যান্ডেল দর্শনের সঙ্গে থাকে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা।”
তবে শুধু আরামই নয়, সাধ্যের মধ্যে পূরণ হবে সাধও। Alto K10-এর দাম শুরু হচ্ছে ৩,৬৯,৯০০ টাকা থেকে এবং WagonR-এর দাম শুরু হচ্ছে ৪,৯৮,৯০০ টাকা।
‘মারুতি সুজুকি অ্যারেনা’-র সঙ্গে ঘরে বসেই ঘুরে দেখুন কলকাতার সেরা পুজো
https://www.anandabazar.com/ananda-utsav/pujor-first-look-2025
https://www.anandabazar.com/ananda-utsav/puja-parikrama
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।