'ধর্ম যার যার বড়মা সবার।' প্রতি দিন অগুন্তি মানুষ ভিড় জমান নৈহাটির এই মন্দিরের সামনে, কেবল এক বারের জন্য দেবী দর্শনের জন্য। অনেকেই বিশ্বাস করেন বড়মা মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন। কালীপুজোর সময় গঙ্গার সামনের এই রাস্তায় তিল ধারণের জায়গা থাকে না। এ বারও তার অন্যথা হবে না। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মূর্তি। কেবল মানুষের ঢল নামার অপেক্ষা।
নৈহাটি বড়মার চক্ষুদান হয়ে গেল এই বছর। ধনতেরসের দিন দেবীর চক্ষুদান হল। সেই ভিডিয়ো বর্তমানে ভাইরাল।
কেবল সাধারণ মানুষ নন, বহু তারকাও বার বার দেবীর কৃপা পেতে, তাঁর দর্শন পেতে ছুটে আসেন এখানে। দেব তো বর্তমানে তাঁর সমস্ত ছবি মুক্তির আগেই এই মন্দিরে আসেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ দেবী চৌধুরাণীর গোটা টিমও ছবি মুক্তির আগে এই মন্দিরে এসেছিলেন পুজো দিতে। অতীতে মুখ্যমন্ত্রী সহ আরও অনেকেই এসেছেন। তালিকাটা আরও লম্বা। কালীপুজোর আগে টলিপাড়ার একাধিক তারকা দেবীর জন্য উপহার পাঠাচ্ছেন।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্য রুপোর নূপুর পাঠিয়েছেন বড়মার জন্য। দেব পাঠিয়েছেন বেনারসি শাড়ি।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।