আর মাত্র কিছু দিনের অপেক্ষা। দেব দীপাবলির জন্য প্রস্তুত হচ্ছে বেনারস, কাশী। উত্তর প্রদেশ জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে। চলতি বছরের ৫ নভেম্বর উদ্যাপিত হবে দেব দীপাবলি।
আরও পড়ুন:
প্রতি বছরই কাশীতেই এক মাত্র ধুমধাম করে পালিত হয় দেব দীপাবলি। এই বছরও তার অন্যথা হবে না। আর এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে বেনারস, কাশীতে ভিড় জমাবেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। থাকবেন বিদেশিরাও। সেই মতো প্রস্তুতি এবং বিশেষ উদ্যোগ নিচ্ছে যোগী সরকার।
জানা গিয়েছে এই বছর দেব দীপাবলিতে ১০ লক্ষ প্রদীপে সেজে উঠবে কাশীর ঘাট। আর এই প্রদীপ বানানো হবে গোবর দিয়ে।
আগামী ৫ নভেম্বর দেব দীপাবলি হলেও ১ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজঘাটে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চেত সিং ঘাটে লেজ়ার শো দেখানো হবে। সেই শোতে দেখা যাবে কাশীর পৌরাণিক কাহিনি। শুধুই কি তাই? পরিবেশবান্ধব, দূষণমুক্ত আতশবাজির প্রদর্শনী হবে গঙ্গার পাড়ে।
ফলে এই বছর যদি আপনি দেব দীপাবলির সাক্ষী থাকতে কাশী যাওয়ার পরিকল্পনা করে থাকেন তা হলে এক অনন্য দৃশ্যের যে সাক্ষী থাকতে চলেছেন সেটা বলাই যায়।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।