Advertisement
Domestic Area Durga Puja

ছিন্নমূল মানুষের হাতে তৈরি এই পুজো

'ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো' শুরু হয়েছিল ওপার থেকে বাধ্য হয়ে চলে আসা দলে-দলে ছিন্নমূল বাঙালিদের মধ্যে কিছু মানুষের হাতে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৬:২৮
Share: Save:

'ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো' ওরফে দক্ষিণেশ্বর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর গোড়াপত্তন দেশ স্বাধীনতা অর্জনের পরপরই। তার সঙ্গেই আসে আমাদের হৃদয়ে একটা চিরকালীন কষ্টের দাগ! দেশভাগের যন্ত্রণা। ঘটনা হল, স্বাধীনতার পর পরই এ পারের এই 'ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো' শুরু হয়েছিল ওপার থেকে বাধ্য হয়ে চলে আসা দলে-দলে ছিন্নমূল বাঙালিদের মধ্যে কিছু মানুষের হাতে।

এমনকি এটাই গোটা দক্ষিণেশ্বর অঞ্চলের সবচেয়ে পুরনো বারোয়ারি দুর্গাপুজো বললেও বোধহয় অত্যুক্তি হবে না। বরাবর এই অঞ্চলের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ দক্ষিণেশ্বর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোয় অংশ নিয়ে থাকেন।

বর্তমানের থিমপুজো-র তুমুল প্রভাবে এঁদের পুজোতেও থিমের প্রকাশ‌। ভাবনার শীর্ষক, 'অন্তরালে'। শিল্পী পরিমল পাল। আর পুজোটা হয় বর্তমান দক্ষিণশ্বের মেট্রো স্টেশনের একেবারে কাছেই।

কী ভাবে যাবেন- জায়গাটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে

থিম- অন্তরালে

ভাবনা-শিল্পী- পরিমল পাল

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Pandal Durga Puja Theme Durga Puja 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE