রবিবার, ৫ অক্টোবর বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই রেড রোডে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বছর দুর্গাপুজো কার্নিভাল শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দলের নাচ দিয়ে।
‘দীক্ষা মঞ্জরি’র ছাত্রীরা সাদা লাল পাড় শাড়ি, ডোনা গঙ্গোপাধ্যায় লাল শাড়ি পরে এ দিন পারফর্ম করেন। শহরের সেরা ১১৩টি মণ্ডপ তাঁদের ট্যাবেলো নিয়ে একের পর এক এগিয়ে চলেছে রাজপথ ধরে। আর দুই পাশে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই বছরও কার্নিভালে যেন চাঁদের হাট বসেছে। উপস্থিত রয়েছেন বাংলা সিনে জগতের একাধিক তারকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এ দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মীনাক্ষী শেষাদ্রি, জুন মালিয়া, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌমিতৃষা কুন্ডু, লাভলি মৈত্র, তৃণা সাহা, তিয়াসা লেপচা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। মঞ্চে দেখা মিলল রাইমা সেন, রিয়া সেন, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়েরও।
এ দিন শ্রীভূমির হয়ে পারফর্ম করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং সোহম চক্রবর্তী। তাঁরা ক্লাবের এ বারের থিম সংয়ে নাচ করেন। সমাজসেবী ক্লাবের জন্য মুখ্যমন্ত্রীর লেখা গানে নাচ করেন সকলে। মুখ্যমন্ত্রীর হাত মঞ্চে উপস্থিত সমস্ত অভিনেতা, অভিনেত্রীদের পা মেলাতে দেখা যায়।
তবে এ বারের কার্নিভালের বিশেষ চমক ছিল কলকাতা বডিগার্ড লাইন্সের পুজোয় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গানে নাচ শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মীনাক্ষী শেষাদ্রির নাচ। তৃণা সাহা এবং অপরাজিতা আঢ্যও দুই ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে পারফর্ম করেন।
এ দিন মুখ্যমন্ত্রীর আহ্বানে তাঁর সঙ্গে বাংলার তারকাদের ডান্ডিয়া নাচতেও দেখা যায়। বলাই বাহুল্য ২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর পর যে শোভাযাত্রা শুরু হয়েছে এ বার তা অন্য মাত্রায় পৌঁছিয়ে গিয়েছে। এত বছরে চলতি বছরই সবথেকে বেশি সংখ্যক পুজো কমিটি এতে অংশ নিয়েছে।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।