প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

গুপ্ত প্রেস অনুযায়ী ২০১৮ দুর্গাপূজার নির্ঘণ্ট ও অনুষ্ঠানের তিথি

অত্র শ্রাদ্ধানন্তরং ষোড়শ পিণ্ডদানং কর্তব্যম্। অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপন। অমাবস্যার নিশিপালন।

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৫
প্রতীকী ছবি। —গ্রাফিক: তিয়াসা দাস।

প্রতীকী ছবি। —গ্রাফিক: তিয়াসা দাস।

গুপ্ত প্রেস অনুযায়ী ২০১৮ দুর্গাপূজার নির্ঘণ্ট ও অনুষ্ঠানের তিথি

মহালয়া পার্বণ শ্রাদ্ধম্—

২১ আশ্বিন (ভাঃ ১৬ আশ্বিন), ইং ৮ অক্টোবর, ২০১৮, সোমবার-

চতুর্দশী ঘ১০/৪৭/৪৪। ঘ১০/৪৭/৪৪ থেকে মহালয়া পার্বণ শ্রাদ্ধম্।

অত্র শ্রাদ্ধানন্তরং ষোড়শ পিণ্ডদানং কর্তব্যম্। অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপন। অমাবস্যার নিশিপালন।

অর্থাত্ ৮ অক্টোবর সকাল ১০টা ৪৭ মিনিট ৪৪ সেকেন্ড থেকে অমাবস্যা শুরু হচ্ছে। এর পর থেকে তর্পণ করা যাবে।

২৩ আশ্বিন(ভাঃ ১৮ আশ্বিন), ইং ১০ অক্টোবর, ২০১৮ বুধবার-

ঘ৭/৫৬/৭ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর প্রতিপদাদি কল্পারম্ভ ও প্রতিপদবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ।

মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে অমাবস্যা শেষ হচ্ছে। তার পর শুরু হচ্ছে প্রতিপদ। থাকছে বুধবার সকাল ৭টা ৫৬ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত।

কলকাতায়(পশ্চিমবঙ্গে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট

বাংলা ১৪২৫ সন (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী) ইংরাজী ২০১৮ খ্রিস্টাব্দ

মা দুর্গার ঘোটকে আগমন মা দুর্গার দোলায় গমন

ফল- ছত্রভঙ্গস্তরঙ্গমে। ফল- মড়ক।

২৭ আশ্বিন (ভাঃ ২২ আশ্বিন), ইং ১৪ অক্টোবর, রবিবার—

সূর্যোদয় ঘ ৫/৩৫/৪২ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৯/৩১ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ ৯/২৬/৫৮ সেকেন্ড।

পঞ্চমী ঘ ৭/৪২/৫০ সেকেন্ড পর্যন্ত। সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।

অর্থাত্ তিথি শুরু শনিবার সকাল ৭টা ০০ মিনিট ৩৪ সেকেন্ড থেকে। রবিবার সকাল ৭টা ৪২ মিনিটের মধ্যে পুজো সেরে ফেলতে হবে।

২৮ আশ্বিন(ভাঃ ২৩ আশ্বিন), ইং ১৫ অক্টোবর, সোমবার—

সূর্যোদয় ঘ ৫/৩৬/৮ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৮/৩৫ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ ৯/২৬/৫৬ সেকেন্ড।

ষষ্ঠী ঘ ৮/৫৫/২ সেকেন্ড পর্যন্ত। ঘ ৮/৫৫/২ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। ঘ ৮/৫৫/২ সেকেন্ড মধ্যে(কিন্তু কালবেলানুরোধে ঘ ৭/২/৪১ সেকেন্ড মধ্যে পুনঃ ঘ ৮/২৯/১৫ থেকে ঘ ৮/৫৫/২ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মতঃ)। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

রবিবার পঞ্চমী শেষ হলেই ষষ্ঠী শুরু হচ্ছে। থাকছে সোমবার সকাল ৮টা বেজে ৫৫ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত।

আরও পড়ুন: বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ২০১৮ দুর্গাপূজার নির্ঘণ্ট

২৯ আশ্বিন (ভাঃ ২৪ আশ্বিন), ইং ১৬ অক্টোবর, মঙ্গলবার—

সূর্যোদয় ঘ ৫/৩৬/৩৭ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৭/৪১ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ ৯/২৬/৫৯ সেকেন্ড।

সপ্তমী ঘ ১০/৩০/৪২ সেকেন্ড পর্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পূর্বাহ্ন মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে ঘ৭/৩/০ সেকেন্ড মধ্যে পুনঃ ঘ ৮/২৯/২৩ থেকে পূর্বাহ্ন মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা(অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গস্তরঙ্গমে। রাত্রি ঘ১০/৫৮/৯ থেকে ১১/৪৬/৯ সেকেন্ড মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট ২ সেকেন্ডে ষষ্ঠী শেষ হওয়ার পর সপ্তমী শুরু হচ্ছে। থাকছে মঙ্গলবার সকাল ১০টা বেজে ৩০ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।

৩০ আশ্বিন (ভাঃ ২৫ আশ্বিন), ইং ১৭ অক্টোবর, বুধবার—

সূর্যোদয় ঘ৫/৩৭/৬ সেকেন্ড, সূর্যাস্ত ঘ৫/৬/৪৭ সেঃ। পূর্বাহ্ন ঘ৯/২৭/০ সেকেন্ড।

মহাষ্টমী ঘ১২/২৫/৪৫ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে কিন্তু কালবেলানুরোধে ঘ৮/২৯/৩১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। ঘ১২/১/৪৫ থেকে ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।

ঘ১২/১/৪৫ সেকেন্ড থেকে সন্ধিপূজারম্ভ। ঘ১২/২৫/৪৫ সেকেন্ড থেকে বলিদান।

ঘ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা সমাপন।

মঙ্গলবার সপ্তমী শেষ হলে অষ্টমী শুরু হবে। বুধবার দুপুর ১২টা বেজে ২৫ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত থাকবে। কালবেলা অনুযায়ী ৮টা বেজে ২৯ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে পুজো করতে হবে। সন্ধি পুজো করতে হবে ১২টা ১ মিনিট ৪৫ সেকেন্ড থেকে ১২টা ৪৯ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে।

৩১ আশ্বিন (ভাঃ ২৬ আশ্বিন), ইং ১৮ অক্টোবর, বৃহস্পতিবার—

সূর্যোদয় ঘ৫/৩৭/৩৪ সেকেন্ড, সূর্যাস্ত ঘ৫/৫/৫৩ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ৯/২৭/০ সেকেন্ড।

মহানবমী ঘ২/৩০/৫৮ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।

বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ২টো বেজে ৩০ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত নবমী।

১ কার্তিক (ভাঃ ২৭ আশ্বিন ), ইং ১৯ অক্টোবর, শুক্রবার—

সূর্যোদয় ঘ৫/৩৮/৪ সেকেন্ড, সূর্যাস্ত ঘ৫/৫/০ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ৯/২৭/২ সেকেন্ড।

দশমী অপরাহ্ন ঘ৪/৩৬/৮ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে কিন্তু বারবেলানুরোধে ঘ৮/২৯/৪৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত(বিসর্জনাঙ্গ) পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা(অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর দোলায় গমন। ফল- মড়ক। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য।

গোস্বামিমতে শ্রীশ্রীরামচন্দ্রের বিজয়াোৎসব ও পবনপুত্র শ্রীহনুমানজীর পতাকা। কোয়াকযাত্রা (মণিপুর)। দশেরা (রামলীলা)- নয়াদিল্লি।

শুক্রবার বিকেল ৪টে বেজে ৩৬ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। বারবেলানুরোধে রাত ৮টা বেজে ২৯ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে বিসর্জন করা যেতে পারে।

৬ কার্তিক, ২৪ অক্টোবর, বুধবার-

মঙ্গলবার রাত ১০টা ০ মিনিট ২ সেকেন্ড থেকে বুধবার রাত্রি ১০টা ১১ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত। শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রতম ও শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মীপূজা ওই দিনই। রাত্রৌ কোজাগরকৃত্যম্।

১৯ কার্তিকইং ৬ নভেম্বর,২০১৮, মঙ্গলবার-

চতুর্দশী রাত্রি ঘ৯/৫৯/৫৮ পর্যন্ত। চতুর্দশ শাকভক্ষণম্। চতুর্দশ দীপদানম্।

অমাবস্যার নিশিপালন। মধ্যরাত্রিতে শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীতারাদেবীর আবির্ভাব।

অর্থাত অমাবস্যা শুরু রাত ৯টা বেজে ৫৯ মিনিট ৫৮ সেকেন্ডে। তার পর অমাবস্যা পড়বে। কালিপুজো মধ্যরাতে।

২০ কার্তিক (ভাঃ ১৬ কার্তিক) ইং-৭ নভেম্বর,২০১৮, বুধবার—

অমাবস্যা রাত্রি ঘ৯/১০/৪৫ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকছে। অমাবস্যার ব্রতোপবাস। দীপান্বিতা পার্বণশ্রাদ্ধ। দীপান্বিতাকৃত্যম্। সায়ংসন্ধ্যা নাস্তি। দীপাবলী, দেওয়ালী। প্রদোষে (সন্ধ্যা ঘ ৪/৫২/১৮ থেকে রাত্রি ঘ ৬/২৮/১৮ সেকেন্ড মধ্যে) শ্রীশ্রীলক্ষ্মী অলক্ষ্মীপূজা এবং উল্কাদানাদি।

যাঁরা উল্কা দান করবেন, তাঁরা বিকেল ৪টে ৫২ মিনিট ১৮ সেকেন্ড থেকে সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে পুজো করবেন।

২২ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং- ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার—

দ্বিতীয়া রাত্রি ঘ৯/১৩/৫৭। ভ্রাতৃদ্বিতীয়াকৃত্যম্(ভাঁইফোঁটা)। যমদ্বিতীয়া।

শুরু বৃস্পতিবার রাত ৮টা ৫৯ মিনিট ৬ সেকেন্ড থেকে। থাকবে শুক্রবার রাত ৯টা বেজে ১৩ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত।

2018 Durga Puja Special Durga Puja Celebration Durga Puja Preparations Kolkata Durga Puja Durga Puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy