Advertisement
Durga Puja 2022

পোড়া মাটি দিয়ে তৈরি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ

ইতিহাসের পাতায় যে সকল দুষ্ট রাজারা ছিলেন তাঁদেরকে তুলে ধরা হয়েছে এই পুজোয়।

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ২০:৩১
Share: Save:

চারিদিকে যেখানে আলোর বাহার, থিমের লড়াই সেখানেই একেবারে অন্য ধাঁচে পুজো করল বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। পোড়া মাটির শিল্পকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মধ্য দিয়ে।

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি

ইতিহাসের পাতায় যে সকল দুষ্ট রাজারা ছিলেন তাঁদেরকে তুলে ধরা হয়েছে এই পুজোয়। মহিষাসুরের যেমন দম্ভ ছিল তাঁকে কেউ বধ করতে পারবে না। কিন্তু সেই দম্ভ ভেঙ্গে দেন মা দুর্গা। সেই পৌরাণিক কাহিনীকেই ইতিহাসের পাতার আকারে তুলে ধরেছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। কংস, দুর্যোধন-সহ যাদের দম্ভ ছিল চুরান্ত সেই সকল দুষ্ট চরিত্রকেই তুলে ধরা হয়েছে। পৌরাণিক সময় থেকে আধুনিক সময় পর্যন্ত সকল দুষ্ট চরিত্রকে তুলে ধরা হয়েছে এই পুজোয়। মণ্ডপে ঢোকার সময় একটি দম্ভের বড় স্তম্ভ রাখা হয়ছে। যা বার্তা দিচ্ছে, একজন মানুষের বাইরের দম্ভই ডেকে আনে পতন।

মূলত, অসুরের সঙ্গে পৌরাণিক গল্পের দুষ্ট চরিত্র গুলিই তুলে ধরেছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। যা দর্শনার্থীদেরও মন কেড়েছে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2022 ananda utsav 2022 Pujo Porikroma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE