স্বনামধন্য চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের এই বছর জন্মশতবর্ষ। তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলতি বছরে একাধিক পুজো মণ্ডপ সেজে উঠছে তাঁরই কীর্তিকে সম্মান জানিয়ে। আর তেমনই একটি পুজো মণ্ডপ হল বেহালা আদর্শ পল্লী। দক্ষিণ কলকাতার এই মণ্ডপের প্রতিমায় থাকছে দারুণ চমক।
বেহালা আদর্শ পল্লীর এ বারের থিম ‘মেঘে ঢাকা তারা’। নাম শুনেই বুঝতে পারছেন, ঋত্বিক ঘটকের সেই কালজয়ী ছবিকেই এখানে তুলে ধরা হয়েছে বাস্তবের সঙ্গে তার তাল রেখে।
আনন্দবাজার ডট কমকে বেহালা আদর্শ পল্লীর এ বারের দুই থিম শিল্পী অভীক সেন ও শুভম বন্দ্যোপাধ্যায় তাঁদের থিম প্রসঙ্গে জানিয়েছেন যে তাঁদের প্রতিমাতে চমক থাকছে। কী সেই চমক? সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভম জানান, “প্রতিমার আদল হচ্ছে সুপ্রিয়া দেবীর আদলে। এই বছর ঋত্বিক ঘটকের শতবর্ষ, তাঁর জনপ্রিয় ছবি মেঘে ঢাকা তারার উপর ভিত্তি করে গোটা মণ্ডপ সেজে উঠছে।” শুধু তাই নয়, তাঁরা জানিয়েছেন সেই সময়ের দেশ ভাগের যন্ত্রণা আজও কী ভাবে প্রাসঙ্গিক, সে সুদান হোক, সিরিয়া হোক বা ইউক্রেন; সেই কথাও তুলে ধরা হবে। এ ভাবেই অতীত বর্তমান যেন মিলেমিশে গিয়েছে।
গোটা মণ্ডপ জুড়ে ফুটে উঠছে দেশভাগের ছবি। আঁকা হচ্ছে ঋত্বিক ঘটকের ছবি। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে টিন, ইট, বাঁশ। বেহালা আদর্শ পল্লীর এ বারের থিমের সমগ্র পরিকল্পনায় রয়েছেন অভীক সেন ও শুভম বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বানিয়েছেন মিন্টু পাল।
বেহালার দিকে ঠাকুর দেখতে এলে এই মণ্ডপে এক বার ঢুঁ মারতেই পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।