পুজোয় ঘরে ফেরার জন্য মন আনচান করলেও সবসময় হয়ে ওঠে না। এই যাঁরা বাড়ি ফিরতে পারেন না, তাঁদের অনেকেই প্রবাসে নিজেদের মতো করে পুজোর আয়োজন করেন। হয়তো কলকাতার মতো জাঁকজমক থাকে না। তবুও প্রবাসে বসেও যাতে পুজোর আনন্দ মাটি না হয়, বরং তাতে ভরপুর যোগদান করে সমস্ত আনন্দ চেটেপুটে নেওয়া যায় সেটাই চেষ্টা করেন। আর তেমনই এক সংগঠন হল প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এই সংগঠনের তরফে আরব সাগরের পাড়ে বাণিজ্যনগরীতে দুর্গাপুজোর আয়োজন করা হয়ে থাকে।
এই বছর প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো ১১ বছরে পা দিল। শুরুটা হয়েছিল জীবিকার টানে বাড়ি থেকে দূরে কর্মব্যস্ত মুম্বইয়ে কয়েকটি বাঙালি পরিবার একত্রিত হয়ে এই পুজোর সিদ্ধান্ত নেওয়ায়। মুম্বইয়ের ডোম্বিভলির এই পুজোর এ বারের থিম দিল্লির লোটাস টেম্পল। বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই একটু একটু করে গড়ে উঠেছে এ বারের মণ্ডপ। বর্তমানে ৪০০টি পরিবার এই পুজোর সঙ্গে যুক্ত। তাঁরা সকলে মিলে অনুষ্ঠানের মঞ্চে আলো ছড়িয়ে দিতে তৈরি হচ্ছেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে তাঁদের এ বারের পুজোর অন্যতম আকর্ষণ হল ছৌ নাচ।
পুজোর উদ্বোধন হবে ষষ্ঠীর দিন সন্ধ্যায়। উদ্বোধন করবেন মুম্বইয়ের খারের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ সত্যদেবানন্দজী মহারাজ।
পুজোর সময় এই সংগঠনের তরফে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে তাঁরা প্রবাসে পড়ে আছেন মানেই সন্তানদের বাংলা ভুলে যেতে দেবেন সেটা করেন না। বরং উদ্যোগ নিয়ে বাংলা পড়ানো হয় এই সংগঠনের তরফে। গত ৮ বছর ধরে তাঁরা নিয়মিত বাংলা পড়িয়ে আসছেন। এমনকী কিছু বাড়ির ব্যক্তিগত লাইব্রেরি থেকেও চলে বই দেওয়া নেওয়া।
এ ছাড়া পুজোর ক’দিন ধুনুচি নাচ থেকে দেদার আড্ডা, ভূরিভোজ হয় জমিয়ে। একাধিক স্টল বসে খাঁটি বাঙালি খাবারের। এ ছাড়াও আয়োজন থাকে নাটক, গান, নৃত্যনাট্যের। মানে, জমাটি সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থাও থাকে পুজোর এই সময়টায়। দশমীর দিন বরণ এবং সিঁদুরখেলার পর দেবী ফিরে যান কৈলাসে।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।