Advertisement
Southern Shatadal

ঐতিহ্যই গুরূত্ব পায় এখানে! পুজো হয় সাবেকি ধাঁচে!

‘সাদার্ন শতদল’ ক্লাবের পুজো এই বছর ৫৫ তম বর্ষে পা দিয়েছে, পুজোর আয়োজনও চলছে জোর কদমে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১০:৪০
Share: Save:

দক্ষিণ কলকাতার ব্যস্তসমস্ত সাদার্ন অ্যাভিনিউ। সেই রাস্তায় কোনও মাঠেই পুজো করার অনুমতি মেলে না, তার মধ্যেই যদিও এই পুজো সদর্পে ও সগৌরবে পাঁচ দশকের উপর চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। ‘সাদার্ন শতদল’ ক্লাবের পুজো এ বছর ৫৫ তম বর্ষে পা দিয়েছে, পুজোর আয়োজনও চলছে জোর কদমে।

পাড়ার পুজোর কোষাধ্যক্ষ রঙ্গন সিংহ জানালেন, ‘‘আমাদের পুজো একেবারেই সাবেকি ঐতিহ্য বজায় রেখে হয়ে চলেছে এত বছর ধরে। আমাদের মণ্ডপও একই ধাঁচের হয় আর আলোকসজ্জাতে আমরা বদল আনার চেষ্টা করি। তবে আসল চমক থাকে আমাদের প্রতিমাতে। আমাদের প্রতিমা এক ভাবে, একই ধাঁচে আজ এত বছর তৈরি হয়ে চলেছে। বাংলা মুখের সাবেকি প্রতিমাই আমাদের মুখ্য আকর্ষণ।’’

সাদার্ণ অ্যাভিনিউয়ের উপরে রাসবিহারী থেকে গোলপার্কের মধ্যে এই একটি মাত্র পুজো হয়। রাসবিহারী থেকে ঢুকে ৩নং বুলেভার্ডে গেলেই পৌঁছে যাওয়া যাবে এই পুজোয়। এই পুজো মণ্ডপ শুধু উৎসবের আয়োজন করে তাই নয়, পাশাপাশি পাড়ার খেয়াল রাখা, মাঠের পরিচর্যা করা সবটাই করেন ক্লাবের সদস্যরা। পুজোর মাঠকে সারা বছর পাড়ার বয়স্কদের জন্য হাঁটার উপযুক্ত করে রাখা এবং পুজোর সময় আশেপাশে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে রাখা, যাতে কোনও আপৎকালীন অবস্থাকে সামাল দেওয়া যায় সেই সব দিকেই খেয়াল রাখা হয়। এই সব কিছু নিয়েই বিশেষ এই পাড়ার পুজো।

প্রতিমা শিল্পী : দীপক পাল

কী ভাবে যাবেন : কালীঘাট মেট্রো স্টেশনের ৩নং গেট থেকে বেরিয়ে সোজা এলে নব নালন্দা স্কুল পেরিয়ে তার ঠিক পরের মাঠে এই পুজো হতে দেখা যাবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE