Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Kali Puja 2023

শেষ বেলায় বড়মা! দেখে নিন এক ঝলকে

বড়মার বিসর্জনে আড়ম্বরের ছটা। হাজার হাজার ভক্ত চোখের জলে বিদায় জানাল মা'কে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১১:৩৬
Share: Save:
০১ ০৫
পুজোর শেষে বাড়ি ফেরার পালা। বিসর্জনের পথে নৈহাটির বড়মা।

পুজোর শেষে বাড়ি ফেরার পালা। বিসর্জনের পথে নৈহাটির বড়মা।

০২ ০৫
সোনার অলংকার ছেড়ে ফুলের সাজে সজ্জিত বড়মা। হাতে চাঁদ মালা।

সোনার অলংকার ছেড়ে ফুলের সাজে সজ্জিত বড়মা। হাতে চাঁদ মালা।

০৩ ০৫
বড়মা পুজো মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই বছরেও তার অন্যথা হয়নি।

বড়মা পুজো মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই বছরেও তার অন্যথা হয়নি।

০৪ ০৫
ভাসানেও সেই একই চিত্র। ভক্তদের ভিড়ে মা ফিরে চললেন স্বর্গে।

ভাসানেও সেই একই চিত্র। ভক্তদের ভিড়ে মা ফিরে চললেন স্বর্গে।

০৫ ০৫
নৈহাটির কালী পুজোর প্রথা নাকি প্রথমে বড়মার বিসর্জন হবে তারপর অন্যান্য ঠাকুরের। এ বারেও তার নড়চড় নেই। সেই মতো বিসর্জনের জন্য সবার আগে ঘাটে পোঁছায় বড়মা। চিরাচরিত রীতি অনুযায়ী হয় বিসর্জন।

নৈহাটির কালী পুজোর প্রথা নাকি প্রথমে বড়মার বিসর্জন হবে তারপর অন্যান্য ঠাকুরের। এ বারেও তার নড়চড় নেই। সেই মতো বিসর্জনের জন্য সবার আগে ঘাটে পোঁছায় বড়মা। চিরাচরিত রীতি অনুযায়ী হয় বিসর্জন।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE