ছোটবেলার হরেক স্মৃতি ঘিরে থাকে মানুষের দৈনন্দিন জীবনকে। শৈশবের নানা উপকরণ ও খেলনা দিয়েই সেজে উঠেছে দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্ক দুর্গোৎসব কমিটি- পূর্বাচল ক্লাবের পুজো।
এ বছর পুজোর থিম ‘শৈশবের ফেরিওয়ালা’। ক্লাবের সম্পাদক উজ্জ্বল ভট্টাচার্য বলেন, “আমাদের মণ্ডপ সাজানো হয়েছে খেলনাবাটি, লাট্টু, এবং ঝুমঝুমির সংগ্রহ দিয়ে। মণ্ডপ যেহেতু ছেলেবেলার খেলনা দিয়ে সাজানো, প্রতিমাও তাই তৈরি হয়েছে পুতুলের আদলে। কাঠের পুতুলও রয়েছে মণ্ডপসজ্জায়।”
এ বছর থিমশিল্পী সমিত তালুকদার এবং প্রতিমাশিল্পী বীরেন্দ্র নাথ মাইতি। ৪২ হিন্দুস্থান পার্ক, কলকাতা ৭০০০২৯-এর ঠিকানা ধরে পৌঁছে যেতে পারেন এই পুজোর মণ্ডপে।
কী ভাবে যাবেন?
গড়িয়াহাট মোড়ে নেমে দমকল কেন্দ্রের পাশেই এই পুজো।
থিম শিল্পী- সমিত তালুকদার
থিম- শৈশবের ফেরিওয়ালা
প্রতিমা শিল্পী- বীরেন্দ্র নাথ মাইতি
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।