Advertisement
Durga Puja Parikrama

মণ্ডপসজ্জায় ঘড়ি, থিমের নাম ‘সময়’! এমন নাকি কোনও কালে হয়নি? এ পুজো কোথায় হচ্ছে?

এই বছর হাওড়ার ইছাপুর শিবাজি সঙ্ঘের থিমের নাম ‘সময়’! থিম মেনে মণ্ডপসজ্জায় রয়েছে ঘড়ি। দেখতে হলে কী ভাবে জানেন, জেনে নিন এই প্রতিবেদনে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩০
Share: Save:

থিম নিয়ে ভাবনা চিন্তার কোনও শেষ নেই। প্রতি বছরই প্রচুর ক্লাব ও সমিতি তাঁদের পুজোর থিমে নতুনত্ব আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। এই বছর হাওড়ার ইছাপুর শিবাজি সঙ্ঘের থিমের নাম ‘সময়’, থিম মেনে মণ্ডপসজ্জায় রয়েছে ঘড়ি। তাঁদের প্রতিমাও ঘড়ি ও সময়ের আঙ্গিকে মানানসই ভাবে তৈরি।

ক্লাবের সদস্য সোমনাথ শী বললেন, ‘এই বছর আমাদের পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিচ্ছে। বহু বছর আমাদের পুজো সাবেকি ধাঁচে হলেও, গত বেশ কয়েক বছর ধরে আমরা থিম পুজোই করছি। ডুমুরজলা ইকোপার্কের কাছে এই পুজোর ঠিকানা হল ইছাপুর দক্ষিণপাড়া, সাঁতরাগাছি।

এই বছরের থিম-শিল্পী গোবিন্দ গিরি ঢেলে সাজাচ্ছেন মণ্ডপকে। সোমনাথ শী জানালেন, ‘সময় বা ঘড়ি নিয়ে এই রকম কাজ আগে কোনও থিমে হয়নি। তাই আমরা এই রকম প্রয়াসকে নিয়ে সবাই খুব উৎসাহিত,’ বললেন সোমনাথবাবু।

কী ভাবে যাবেন?

বেলেপোল ক্রসিং থেকে ডান দিকে দেড় কিলোমিটার গেলেই এই পুজোয় পৌঁছে যাবেন আপনি।

ভাবনা: এই বছরের থিম ‘সময়’।

প্রতিমা শিল্পী: এই বছরের প্রতিমা শিল্পী গোপাল পাল।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE